অনিশ্চিত ‘চাকদহ এক্সপ্রেস’-এর ভবিষ্যৎ, মন ভেঙেছে অভিনেত্রী রেণুকা সাহানের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

২০২২ সাল থেকে দর্শক দিন গুনছেন ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-এর। এই দিন গোনা কবে শেষ হবে, তার উত্তর নেই ছবির নির্মাতাদের কাছেও। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। পরিষ্কারই জানিয়েছেন, তিনিও জানেন না এই ছবির ভবিষ্যৎ কী। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সর্বত্র ছড়িয়েছে এই খবর। তাতেই মন ভেঙেছে অভিনেত্রী রেণুকা সাহানের।

এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর পর্দায় দেখা মিলবে অনুষ্কা শর্মার। ছবিতে অভিনেত্রীর সঙ্গে বহুবারই পর্দা ভাগ করেছেন রেণুকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানতামই না যে এই ছবিটির ভবিষ্যৎ অজানা। খবরটা শোনার পরে আমিও হতবাক। মন ভেঙে গিয়েছে আমার। আর এর অন্যতম কারণ হল, এই ছবিটাতে সবাই সবার সেরাটা দিয়েই অভিনয় করেছেন। অনুষ্কাও নিজের উপর খুব খেটেছেন ছবিটার জন্য। আমি যেটুকু দৃশ্যেরই অভিনয় করি না কেন, সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্পোর্টসে মহিলাদের জন্য।”

তিনি আরও বলেন, “ঝুলন গোস্বামী আইকনিক। খুবই গরীব ঘর থেকে উঠে এসেছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন অনেক বড়। তবু এখনও পুরুষের ক্রিকেট এবং মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে অনেক বৈষম্যই লক্ষ করা যায়।”

গত বছরই গুঞ্জন ওঠে, ‘নেটফ্লিক্স’ ও ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর চুক্তি নাকি বাতিল হয়েছে। এর জেরে সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও প্রযোজনা সংস্থার তরফে একসময় জানানো হয়েছিল, ‘চাকদহ এক্সপ্রেস’ আসছে ‘নেটফ্লিক্স’-এই। এই ছবি দিয়ে বড়পর্দায় কামব্যাক করার কথা ছিল অনুষ্কা শর্মার। প্রযোজক ছিলেন তাঁর ভাই কর্ণেশ শর্মা, প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’। কিন্তু ২০২৩ সালে ‘নেটফ্লিক্স’-এর সঙ্গে ‘ক্লিন স্লেট’-এর সম্পর্ক ছিন্ন হওয়ার পরই পাল্টে যেতে থাকে ছবির ভবিষ্যৎ। গত বছরই এই পার্টনারশিপ ভেঙে যাওয়ায় ‘চাকদহ এক্সপ্রেস’- সহ বেশ কিছু প্রোজেক্ট থমকে গেছে। অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ নাকি নেটফ্লিক্স থেকে ছবির স্বত্ব ফিরিয়ে নিয়ে অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা ভাবছে, তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে, হতাশাই বেড়েছে সিনেপ্রেমীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed