তৃতীয়বার সন্তান সুখ রিহানার, অদূরে একরত্তি মেয়ের নাম রাখলেন রকি আইরিশ মেয়ার্স
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গানের সুরে বিশ্ব মাতিয়েছেন তিনি। ফ্যাশনের দুনিয়াতেও তাঁর জয়জয়কার। সেই পপ-তারকা রিহানা তৃতীয়বার মা হলেন! তবে এ বারের আনন্দটা যেন একটু বেশিই! অনুরাগীদের এতদিনের আশা পূর্ণ করে হলিউডের এই পাওয়ার কাপলের ঘরে এ বার এল ফুটফুটে এক কন্যাসন্তান। দুই পুত্রসন্তানের পর এই নতুন অতিথিকে পেয়ে খুশির জোয়ারে ভাসছে রিহানা ও র্যাপার এএসএপি রকি-র পরিবার।

যদিও সন্তান আসার খবর কিছুটা দেরিতেই প্রকাশ্যে এনেছেন পপগায়িকা, কিন্তু ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা জানাতে এতটুকু দেরি করেননি অনুরাগীরা। রিহানা স্বয়ং সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে অনুরাগীদের সাথে সুখবরটি ভাগ করে নিয়েছেন। ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে রিহানার সেই ছবি, সাথে একজোড়া গোলাপি জুতোর ছবি – এইটুকুই ছিল ঘোষণার আভাস। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাঁদের জীবনে এসেছে এই নতুন আনন্দ। আর মেয়ের নাম? সেইখানেই রয়েছে এক মিষ্টি চমক। বাবা এএসএপি রকির আসল নামের সাথে মিলিয়ে কন্যার নাম রেখেছেন ‘রকি আইরিশ মেয়ার্স’

৫ বছর আগে যখন রিহানা ও রকি তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, তখন থেকেই এই তারকা-দম্পতি যেন লাইমলাইটে। ২০২২ সালে তাঁদের প্রথম পুত্র আরজেডএ এবং তার পরের বছর দ্বিতীয় পুত্র রায়ট-এর জন্ম হয়। দুই ছেলের পর রকি যে মনে মনে একটি মেয়ের আশা করছিলেন, সে কথা তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন। “আশা করি মেয়েই হবে। সত্যিই তাই চাই। আমরা একটি মেয়ের জন্য প্রার্থনা করছি,”— জানিয়েছিলেন র্যাপার। এই গর্ভাবস্থা আগের দুটির থেকে কিছুটা আলাদা ছিল, এমনটাও মনে করেছিলেন রকি। তাই তাঁর সেই আশা পূর্ণ হওয়ায় অনুরাগীদের উচ্ছ্বাসও আকাশ ছোঁয়া। একজন অনুরাগী তো বলেই লিখেই দিয়েছিলেন, ‘অবশেষে কন্যাসন্তান এল’।
২০২৫ সালের মেট গালার আগেই রিহানার তৃতীয়বারের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। সেই সময়েই ঘনিষ্ঠ মহল জানিয়েছিল যে রিহানা বরাবরই একটি বড় পরিবার চেয়েছেন। দুই সন্তানের জন্মের ব্যবধানও তাঁরা কম রাখতে চেয়েছিলেন, যাতে তারা একসঙ্গে বড় হতে পারে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয়। তাই নতুন অতিথির আগমনে এই তারকা জুটি যে আপ্লুত, তা বলাই বাহুল্য।