জোড়া সেঞ্চুরিতে খুশির খবর পন্থের, পেলেন টেস্ট কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট
স্পোর্টস ডেস্ক: এক টেস্টে জোড়া শতরান। ম্যাচ হারলেও ব্যক্তিগতভাবে লাভই হল ঋষভ পন্থের। আইসিসি টেস্ট ক্রমতালিকায় সর্বকালের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। বুধবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে সাত নম্বরে উঠে এসেছেন পন্থ। জোড়া সেঞ্চুরিতে একধাপ উন্নতি হয় পন্থের। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পরিসংখ্যান বলছে, এটা তাঁর টেস্ট কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট। এর আগে টেস্টে সর্বোচ্চ ব্যাটিং পয়েন্ট পেয়েছেন ২০২২ সালে যা ছিল ৭৩৯।
সে সব ছাপিয়ে গেলেন হেডিংলি-তে। লিডস টেস্টে দুই ইনিংসে ১৩৪ এবং ১১৮ রান করেন পন্থ। তাতে একাধিক নজিরও গড়েন তিনি।হেডিংলি টেস্টে ভারতের আরও তিন ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। তাঁদের মধ্যে শুভমন গিল আইসিসি-র তালিকায় পাঁচ ধাপ উঠেছেন। ব্যাটারদের তালিকায় তিনি এখন রয়েছেন ২০ নম্বরে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে রাহুল এক লাফে এগিয়েছেন ১০ ধাপ। রাহুল আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে রয়েছেন ৩৮ নম্বরে। তবে ব্যাটারদের মধ্যে ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল। তিনি আইসিসির তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছেন। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। এখনও শীর্ষস্থানে তিনিই। প্রথম দশে ভারতের আর কোনও বোলার নেই। ১৩ নম্বরে রয়েছেন ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। সেই তিনিই আবার টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে।
ম্যাচ উইনিং সেঞ্চুরির জন্য ক্রমতালিকায় এগিয়ে এলেন বেন ডাকেট। পাঁচ ধাপ এগিয়ে অষ্টম স্থানে চলে এলেন। ব়্যাঙ্কিংয়ে এগোন অলি পোপ এবং জেমি স্মিথও। ১৯ নম্বরে লিডস টেস্টে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ২৭ নম্বরে স্মিথ। একনম্বর স্থান ধরে রাখেন জো রুট। পাঁচ ও ছয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা। অলরাউন্ডারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন।