বাঙালি বিপ্লবীদের নাম বিকৃতি ছবিতে, ঋত্বিক বদলে দিলেন অক্ষয়ের ছবির নামটাই!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবি নিয়ে ইতিমধ্যেই সরগরম নেটদুনিয়া। বাঙালি বিপ্লবীদের নাম পরিবর্তন এবং তথ্য বিকৃতিকে ঘিরে ফুঁসে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বার সর্বসমক্ষে ব্যঙ্গাত্মক সুর চড়ালেন ঋত্বিক চক্রবর্তী।

সমাজমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় তিনি। নানা সময়ে নানা ঘটনা নিয়ে তাঁর রসিকতার তুলনা হয় না। ব্যঙ্গের সুরেই তুলে ধরেন বহু জলন্ত ঘটনার কথাই। এ বারেও তার অন্যথা হল না। ‘কেশরী চ্যাপ্টার ২’ বদলানো হয়েছে বিপ্লবীদের নাম, অভিনেতা বদলে দিলেন ছবির নামই! অক্ষয়ের ছবিকে ‘ছাপরি চ্যাপ্টার গু’ বলে উল্লেখ করে ঋত্বিক ফেসবুকে লেখেন, “শুনলাম ‘ছাপরি চ্যাপ্টার গু’ বলে একটা হিন্দি সিনেমায় নাকি ইতিহাস বিকৃত হয়েছে।অবশ্য হিন্দি সিনেমার থেকে ইতিহাস শেখা উচিত নয়। ওরা কিন্তু যে-কোনও দিন ছাপ মারা বিশ্বাসঘাতককে বীর বলে চালিয়ে দেবে। পুনশ্চ:- এক বন্ধু জানালেন সিনেমার নামটা ভুল বলছি। আসল নাম ‘যুবা কেসরী- ফুঃ”।
বড় পর্দার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানে একটি দৃশ্যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দেখানো হয়েছে ‘ক্ষুদিরাম সিং’ হিসেবে। বারীন্দ্রকুমার ঘোষ হয়ে গিয়েছেন ‘বীরেন্দ্র কুমার’! স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয়েছে মামলাও।