ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে মোহনবাগানে সই রবসনের, লাল হলুদে মিগুয়েল

বসুন্ধরার কোচ থেকে যখন ইস্টবেঙ্গলের কোচের পদে এসেছিলেন, তখন থেকেই রব উঠেছিল ওদেশে খেলা রবসন আসবেন ইস্টবেঙ্গলেই। কারণ, ব্রুজোর তিনি প্রিয় ফুটবলার। সম্পর্কও ভাল। একসময় শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলের সঙ্গে ব্রুজো মারফত রবসনের সঙ্গে কথাবার্তা অনেকদূরই এগিয়েছে। মনে করা হয়েছিল ক্লেটনের জায়গায় তিনিই আসবেন। এরপর গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গেছে। রবসন কলকাতায় খেলবেন ঠিকই, তবে লাল হলুদ নয়, সবুজ মেরুন জার্সি গায়ে। মোহনবাগানে সই করলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তেই রবসন সই করলেন মোহনবাগানে। এর সঙ্গেই সবুজ-মেরুনে আইএসএলের জন্য ৬ জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়ে গেল। তবে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। সেখানেও যোগ দিয়েছেন আর এক ব্রাজিলিয়ান। ফলে, এবার দু’প্রধানের ডার্বিতে দেখা যাবে ব্রাজিলিয় বন্ধুর ডুয়েল। কারণ, বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন ফুটবলার মিগুয়েল সই করে দিয়েছেন ইস্টবেঙ্গলে। রবসন-মিগুয়েল দুই বন্ধু ওপার বাংলায় এক ক্লাবে খেললেও, এখানে দুই প্রধানে দুই বন্ধু। একসময় ইস্টবেঙ্গল মাতাতেন ডগলাস দ্য সিলভা, আর মোহনবাগানে প্রাণভোমরা হয়ে উঠেছিলেন হোসে রামিরেজ ব্যারেটো। অনেকদিন পর ফের ব্রাজিলিয়দের ডুয়েল দেখা যাবে। বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন সম্পর্ক ছেদ করেছেন ৩০ নভেম্বর। বিদায় বেলায় বসুন্ধরার উপরে ক্ষোভ উগড়ে দিয়েই দল ছাড়েন তিনি।অপেক্ষা করেননি ইস্টবেঙ্গলের জন্য। বসুন্ধরা ছেড়ে রবসন সোজা ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তার হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে নেইমারের বিপক্ষেও খেলতে দেখা যায় তাঁকে। এরপর নতুন মরশুমে ফের দলবদলে দুই প্রধানই যোগাযোগ শুরু করে। তাতে মোহনবাগানের প্রস্তাবেই সায় দিয়ে এবার খেলতে আসছেন সবুজ মেরুন জার্সিতে।মিগুয়েলের পাশাপাশি রবসনও ইস্টবেঙ্গল কোচের পছন্দের তালিকায় ছিলেন। কিন্তু শুরুতেই যেন ইস্টবেঙ্গলকে গোল দিল মোহনবাগান। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডে ফিরে স্থানীয় ক্লাবে খেলার ইচ্ছায়। তাঁর হোমসিক ভাবনার জন্যই মোহনবাগান ম্যানেজমেন্টও তাঁকে রাখতে আর আগ্রহী হয়নি।