‘হিরো হবে দেবের মতো’, একসময়ের ‘ফ্যান’ রোহনই সঞ্চালনা করতে চলেছেন ‘ধূমকেতু’র ইভেন্ট
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
যাঁর এক ঝলক পেতে মুখিয়ে থাকেন অগুন্তি অনুরাগীরা। যাঁর বহুতল আবাসন এবং অফিসে ঢুঁ দেওয়া কত ভক্তদেরই না স্বপ্ন। আর সেই তালিকাতেই ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্যও। যে তারকার কথা হচ্ছে, তিনি আর কেউ নন, বরং সুপারস্টার দেব। যাঁকে ঘিরে রোহনের একটাই বক্তব্য, “হিরো হবে তো দেবের মতো।”
একসময়ের ‘ফ্যান’ থেকে শুরু করে দেবের সহ-অভিনেতা, সুপারস্টারের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ পথ অতিক্রম করেছেন রোহন। যে অনুষ্ঠানের বিচারকের আসনে দেব, সেই অনুষ্ঠানেরই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। এ বার অভিনেতার কাঁধে আরও একটি গুরুদায়িত্ব।
সোমবার দেব-ভক্তদের কাছে একটি বিশেষ দিন। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। দীর্ঘদিন পর একসঙ্গে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখতে মুখিয়ে সকলেই। অনুরাগীরা বলছেন, বাংলার অন্যতম বড় ইভেন্ট হতে চলেছে এটি। আর সেটাই সঞ্চালনা করতে চলেছেন রোহন।
গত ৩ অগাস্ট অর্থাৎ অনুষ্ঠানের এক দিন আগে নজরুল মঞ্চে আডিশনের মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিনেতার কথাতেই যেন ঝরে পড়ছিল উচ্ছ্বাস। রোহন বলেন, “আমি খুব উত্তেজিত। বাংলার সবচেয়ে বড় শো হতে চলেছে এটা। অনেক দিন পর সকলে একসঙ্গে আসছেন। আমি এই অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছি। তা আমি খুবই উচ্ছ্বসিত।”
এর আগেও আডিশনের সঙ্গে আড্ডাতেই রোহন জানিয়েছিলেন, নিজে জনপ্রিয় অভিনেতা হয়েও বরাবর দেবকে অনুসরণ করে এসেছেন তিনি। এই ভালবাসাটা শুরু ২০০৬ সাল থেকে। তখনও ‘অভিনেতা’ রোহন হয়ে ওঠেননি তিনি। দীর্ঘ বছর পর তাঁরই ওয়েব সিরিজ ‘হোস্টেল ডেজ্’-এর প্রচারে এসে আডিশনকে অভিনেতা বলেছিলেন, “আমার ‘আই লাভ ইউ’ ছবি থেকে দেবদাকে দেখা শুরু। তখন থেকেই আমি ভাবতাম, হিরো হবে তো এমনই। এত ইনোসেন্স! বহু অভিনেতা নিজেদের মধ্যে এই সরলতাটা ধরে রাখতে পারেন না। এত বছরের কর্মজীবনের পরেও দেবদা একই রয়েছেন। এত মাটির কাছাকাছি অভিনেতা খুব কম দেখেছি।”