সিডনিতে রোহিতের শতরান, বিরাটের অর্ধশতরানে অধরা থাকল অজিদের হোয়াইটওয়াশের স্বপ্ন
ওরা পারে। ওরাই পারে। অস্ট্রেলিয়ার মাটিতে সম্মান বাঁচল রোহিত শর্মা আর বিরাট কোহলির জুটিতেই। নিয়মরক্ষার ম্যাচ, তবু হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা করলেন রো-কো জুটি। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে শতরান করলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। অর্ধশতরান করলেন আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দু’জনেরই অপরাজিত ইনিংস।
সিডনিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারত মাত্র ৩৮.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। রোহিত শর্মা ১২৫ বলে ১২১ রান করেন। এরমধ্যে ১৩ চার ও ৩ ছয়। বিরাট কোহলি ৮১ বলে ৭৪ রান করেন। এরমধ্যে ৭ বাউন্ডারি। দু’জনের পার্টনারশিপ হয় ১৬৮ রানের। অধিনায়ক শুভমন গিল ২৬ বলে ২৪ করে আউট হয়েছেন। ভারত জিতেছে ৯ উইকেটে।
অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের গুরুত্ব ছিল একটা জায়গাতেই। সেটা হল হোয়াইটওয়াশের লজ্জায় যেন টিম ইন্ডিয়াকে মুখ ঢাকতে না হয় সেটা নিশ্চিত করা। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি শেষ ওডিআইতে রান পান কিনা! দুটো জায়গাতেই সসম্মানে উতরে গেল। রোহিত শর্মা আগের ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন, এবার খেললেন শতরানের ইনিংস। অন্যদিকে বিরাট কোহলি জীবনে প্রথমবার পরপর দু’ম্যাচে শূন্য হাতে ফিরে লজ্জার নজির গড়েছিলেন, তৃতীয় ম্যাচে অজি বোলারদের আর কোনও সুযোগ দেননি।

ভারতের হয়ে বল হাতে কোচ গম্ভীরের আস্থার মর্যাদা রেখেছেন হর্ষিত রানা। তুলে নিয়েছেন ৪ উইকেট। দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, একটি করে উইকেট পান মহঃ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল।অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ সর্বোচ্চ ৫৬ রান করেন।
বিরাট কোহলি রান পেলেন, সেইসঙ্গে নিজের রেকর্ডও বাড়িয়ে ফেললেন। একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শচীন তেন্ডুলকরের পরই চলে এলেন বিরাট। শচীন তেন্ডুলকর ৪৫২ ইনিংসে করেন ১৮,৪২৬ রান। এরপরই ২৯৩ ইনিংসে ১৪,২৫০ রানে রইলেন বিরাট। তিনে চলে গেলেন কুমার সাঙ্গাকারা।তিনি ৩৮০ ইনিংসে করেছিলেন ১৪, ২৩৪ রান। রান তাড়া করার সময় সর্বাধিক অর্ধশতরানের তালিকায় শচীনকে টপকে গেলেন বিরাট। এই নিয়ে ৭০বার অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। শচীন খেলেছিলেন ৬৯টি ইনিংস। অন্যদিকে রোহিতও কম যান না।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে প্রতিটি ফর্ম্যাটেই রোহিতের পাঁচটি বা তার বেশি শতরান আছে। শনিবার একদিনের ক্রিকেটে ৩৩ তম শতরান করলেন। অস্ট্রেলিয়ায় বিদেশি ব্যাটারদের সর্বাধিক শতরানে এখন তাঁরই নাম। করেছেন ৬টি শতরান।

