বয়স মাত্র দেড়, শ্যামলা গায়ের রঙের জন্যে এখনই কী কী সহ্য করতে হয় রুবীনার মেয়েকে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে যুগও। কিন্তু গায়ের রং কালো, ফর্সার পার্থক্যের জন্য খাপ পঞ্চায়েত এখনও ওঠেনি বললেই চলে। নামজাদা অভিনেত্রী হলেও প্রিয়াঙ্কা চোপড়াকেও সহ্য করতে হয়েছে এমন কটাক্ষ। কিন্তু তাই বলে মাত্র দেড় বছরের সন্তানকেও? হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে অভিনেত্রী রুবীনা দিলায়াকের ক্ষেত্রে।

হিন্দি ধারাবাহিকের বেশ পরিচিত মুখ রুবীনা। ২০২৩ সালে তাঁর এবং স্বামী অভিনব শুক্লার কোলে আসে যমজ সন্তান। কিন্তু তাঁদের গায়ের রঙের মধ্যে রয়েছে সামান্য পার্থক্য। কিন্তু তাতে তাদের তারকা বাবা-মায়ের কোনও সমস্যা না থাকলেও কিছু আত্মীয়স্বজনের দেওয়া উপদেশ নিয়ে বেজায় বিরক্ত অভিনেত্রী। ২০ মাসের মেয়ের গায়ের রং ফর্সা করার জন্য কীসের কীসের প্রলেপ লাগাতে হবে, সেই টিপস্‌ও নাকি তাঁকে অনেকে দিয়েছেন।

সম্প্রতি এই প্রসঙ্গে নিজের সাফ মন্তব্য জানিয়েছেন রুবীনা। তিনি বলেন, “সবাইকে বলা আছে আমার দুই মেয়েই সুন্দর। দয়া করে বাড়ি বয়ে এসে কোনও তুলনা টানবেন না। আমার এক মেয়ে খুব ফর্সা। আর আর এক জন সেই তুলনায় শ্যামলা বর্ণের। তা-ই নিয়ে কত জনের কত আলোচনা। কেউ কেউ তো আবার আমায় বলেছেন, বেসন গুলে ওর গালে লাগাতে। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমার মেয়েরা যেমন, তাতেই আমি খুশি। এই ধরনের আলোচনা এ বার বন্ধ হোক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *