পরিচালককে জুতো ছোড়ার মাশুল! রুচি গুজ্জরের বিরুদ্ধে ১০ কোটির মামলা দায়ের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

‘সো লং ভ্যালি’ ছবির প্রদর্শনী ছিল। এমন সময়তেই পরিচালক-প্রযোজক মান লাল সিংয়ের দিকে উড়ে আসে চপ্পল। ২৫ জুলাই এমনই কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী-মডেল রুচি গুজ্জর। কান চলচ্চিত্রে নরেন্দ্র মোদীকে কণ্ঠহারে ঝুলিয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এ বার আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী। শুধু জুতোই নয়, পরিচালকের দিকে জলের বোতলও ছুড়েছিলেন তিনি। এ বার তারই মাশুল গুনতে হচ্ছে তাঁকে।

ছবির বিশেষ প্রদর্শন নষ্ট করে দেওয়া এবং অপমান করার জন্য রুচির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার দায়ের করলেন মান লাল সিং।

কিছুদিন আগেই ‘সো লং ভ্যালি’র সহ-প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, একটি টেলিভিশন প্রজেক্টের জন্য তাঁর থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন করণ। এক সংস্থার সঙ্গে নাকি চুক্তিও হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু টাকা নিয়ে কোনও কাজই করেননি তিনি। লক্ষ লক্ষ টাকা কারচুপির অভিযোগে গত ২৪ জুলাই করণের বিরুদ্ধে ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুচি। সেই অভিযোগে বলা হয়, করণ ওই টাকা কখনই ফিরিয়ে দেননি রুচিকে। এমনকি সেই টেলিভিশনের কাজও আর শুরু হয়নি। বরং টাকা সবটাই খেটেছিল ওই ছবি ‘সো লং ভ্যালি’ প্রোডাকশনে। এর পরেই বেজায় চটেন অভিনেত্রী।

ওই ছবির বিশেষ প্রদর্শনীর দিন নিজের নিরাপত্তারক্ষীকে নিয়ে জোর করে অনুষ্ঠানে ঢোকেন রুচি। জলের বোতল এবং চপ্পল ছুড়ে মারেক পরিচালক-প্রযোজককে। এর পরেই একটি বিবৃতিতে প্রযোজক জানান, রুচির দেওয়া ২০-৩০ লক্ষ টাকা করণ ঠিক সময়মতো ফিরিয়ে দিতে না পারার কারণেই নাকি এমনটা ঘটিয়েছেন তিনি। এমনকি ছবির মুক্তি আটকানোর জন্য নাকি আদালতের দ্বারস্থও হন তিনি। যদিও নায়িকার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *