আরজি কর নিয়ে চুপ, ‘কাজ নেই, গান গেয়ে ভাত জোগাড় করছেন?’ ‘বন্ধু’ অনির্বাণকে তোপ রুদ্রনীলের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিবার ‘হুলি গান ইজম’-এর কনসার্টের পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অনির্বাণ ভট্টাচার্য। বরাবরই স্পষ্টবাদী তিনি। তবে গত বছর ঘটে যাওয়া মর্মান্তিক আরজি কর-কাণ্ড নিয়ে নীরব থাকায় একাধিকবার নেটপাড়ার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। ই বার আবারও তাঁকে ঘিরে বিতর্ক।

সম্প্রতি তাঁর ব্যান্ডের গানের কিছু কথার কারণেই তোলপাড় সমাজমাধ্যম। প্রথমে রাজনীতির ময়দানের ‘তিন ঘোষ’, আর এ বার ‘সনাতন ধর্ম’। গানের লাইন কানে আসতেই ফুঁসে উঠলেন অভিনেতা তথা বিজেপি কর্মী রুদ্রনীল ঘোষ।

“সনাতন এসে গেছে… আর সনাতনী? …সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি… আসেনি তো এখনো? …সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে… সবাই এগিয়ে যায়… আমরা পিছিয়ে যাব”, এই কথাকে ঘিরেই রুদ্রনীল লিখলেন, ‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের ।ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যাক্তিও জানেন সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্চা। তারপর বাকি ধর্মগুলির জন্ম। আর আপনি বললেন, “সনাতন এসে গেছে?” “সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!” আপনি সজ্ঞানে বললেন এই কথা!?
অন্য কোনও ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তাঁরা এত ক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চই জানেন!”‘

বিগত কয়েক মাসে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন অনির্বাণ। এ কথা নিজেই বলেছেন অভিনেতা। রুদ্রনীল লেখেন, ‘সবাই জানে, টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দূর্ভাগ্যজনক! কিন্তু, যে “হুলি গানরা” আপনার পেটের ভাত কাড়ল তা নিয়ে বা আরজি কর ডাক্তার হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো-শিক্ষা দূর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে? কাকে খুশী করতে?’

শেষে তিনি আরও যোগ করেন, ‘ভাই অনির্বাণ, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন তাহলে জানান। দেখবেন সমস্ত সনাতনীরা দল-মত-ঝান্ডা-জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন। আর যদি সজ্ঞানে থেকে এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। সনাতন ধর্ম আদি ও অনন্ত। আপনি আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন-সনাতনী ছিল আছে ও থাকবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *