কনকনে ঠান্ডায় শুটিং, নেই অক্সিজেন! লাদাখে বড় অঘটন সলমনের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং চলছিল। ছবিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স দক্ষতার সঙ্গেই সামলেছেন সলমন খান। তবে এর মাঝেই বিপত্তি! লাদাখে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন অভিনেতা।
বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে। অক্সিজেনের অভাবও ভালই টের পাওয়া যাচ্ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। যদিও তাতে থেমে থাকেননি সলমন। চোট পাওয়া অবস্থাতেই শুটিং শেষ করেছিলেন তিনি।
আপাতত আগামী কয়েকদিন বিরতিতেই থাকবেন সলমন। বিশ্রাম সেরে ফের কাজে হাত। এর পরবর্তী শুটিংয়ে অবশ্য আর ঠান্ডায় কাঁপতে হবে না। এর পর সবটাই হবে মুম্বইতে। অ্যাকশন সিকোয়েন্সও খুব বেশি নেই বলেই জানা গিয়েছে। কিছু পারিবারিক দৃশ্যের শুটিং সারা হবে সেখানে।