৫৯-এ বিয়ের সিদ্ধান্ত সলমনের! ভগ্নিপতির জন্মদিনে ভাইজানের বার্তায় কীসের ইঙ্গিত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভাইজান কি তবে এ বার ছাদনাতলায়? সলমন খানের জীবনে বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরকে ঘিরে এ প্রশ্ন বহু বছর ধরে ঘুরে ফিরে এসেছে—’ভাইজান কবে বিয়ে করছেন? সম্প্রতি নিজের ভগ্নিপতির জন্মদিনের শুভেছা বার্তায় সেই পুরনো আলোচনাতেই খানিকটা হাওয়া দিলেন যেন তিনি নিজেই।
বুধবার (৯ জুলাই) নিজের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে একটি আদুরে ছবি পোস্ট করেন সলমন খান। ছবিতে দেখা যাচ্ছে, অতুল তাঁর স্ত্রী অর্থাৎ সলমনের বোন আলভিরা খানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। এই ছবির সঙ্গে ভাইজানের খুনসুটি ভরা ক্যাপশনটি নজর কেড়েছে সকলের। অভিনেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল, আমার বিএল মানে ব্রাদার-ইন-ল। আমার বোনের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালবাসি বন্ধু। সেরা স্বামী এবং বাবা।”
এই পর্যন্ত তো সবই ঠিক ছিল। কিন্তু এর পরেই লাইনেই ছড়িয়েছে শোরগোল। ভগ্নিপতিকে উদ্দেশ্য করে সলমন লিখেছেন, ‘একদিন আমিও তোমার মতোই একজন মানুষ হয়ে উঠব।’
সলমনের এই শুভেচ্ছাবার্তা ভক্তদের মধ্যে হাসির রোল তুললেও, ক্যাপশনের শেষ অংশটিই উস্কে দিয়েছে আসল কৌতূহল। যখন সলমন লেখেন, ‘একদিন আমিও তোমার মতো মানুষ হব’, তখনই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে— বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর কি তবে এ বার বিয়ে করে থিতু হতে চাইছেন? বাবা হওয়ার স্বপ্ন দেখছেন

কমেন্ট সেকশনেও উপচে পড়েছে এমনই সব প্রশ্ন। একজন লিখেছেন, ‘তাহলে একদিন সলমনও বিয়ে করবেন।’ আরেকজন যোগ করেছেন, ‘মানে ভাই বিয়ে করতে চান।’
সলমন খান বরাবরই বিয়ে সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু এই পোস্টটি কি নিছকই তাঁর বক্তব্য নাকি লুকিয়ে রয়েছে ঘরবাঁধার দেওয়ার ইঙ্গিত? এই প্রশ্নই এখন অনুরাগীদের মুখে মুখে।
এ দিকে, কাজের সূত্রে, সলমনকে এরপর দেখা যাবে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে। শোনা যাচ্ছে, এই ছবির শুটিং শুরু হবে আগামী আগস্ট মাস থেকে, যার প্রথম অংশ লাদাখে এবং পরবর্তী অংশ মুম্বই ও কাশ্মীরে চিত্রায়িত হবে। অতুল অগ্নিহোত্রী নিজেও একজন অভিনেতা ছিলেন এবং সলমনের বেশ কিছু ছবি প্রযোজনাও করেছেন। অতুল ও আলভিরার দাম্পত্য ১৯৯৫ সাল থেকে। তাঁদের দুই সন্তান, আলিজেহ ও আয়ান। আলিজেহ ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন ‘ফাররে’ ছবির মাধ্যমে।