একমঞ্চে তিন ‘খান’! জেনে নিন, শাহরুখ -সলমল -আমির কোথায় অনুষ্ঠান করবেন!

একমঞ্চে তিন ‘খান’! এ যেন অমাবস্যায় ‘চাঁদ’ দেখতে পাওয়ার সমান। শাহরুখ খান-সলমন খান আর আমির খান। কখনও কখনও দু’জনকে কোনও মঞ্চে পাওয়া গেলেও, তিন মাথা এক হয়নি সেভাবে। গত বছর তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে। তবে তা ব্যক্তিগত পার্টি, প্রকাশ্য মঞ্চে নয়। এবার তিন খান এক হতে চলেছেন এক মঞ্চে-এক অনুষ্ঠানে।যদিও এর আগে রজত শর্মার ‘আপ কি আদালত’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে উঠেছিলেন তিন খান। তবে তখনও তাদের মাঝে দুরত্ব লক্ষ্য করা গিয়েছিল।
স

ৌদি আরবে একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা মিলবে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সলমন খান ও আমির খানের। সম্প্রতি বলিউডের বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের খবর, আগামী ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ অ্যারেনাতে ২ দিনব্যাপী জয় ফোরামের অনুষ্ঠান হবে। সেখানেই আসবেন বিশ্বের বিখ্যাত সেলিব্রিটিরা। সেখানেই শেষ দিন, ১৭ অক্টোবরের একটি সেশনে তারা অংশ নেবেন। সেখানেই নিজেদের কেরিয়ার, সিনেমার সম্ভাবনা ও বিনোদন ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম’-এ তিন খানের একসঙ্গে উপস্থিতি নিশ্চিত করেছে। সৌদি সরকারের কর্তা ও জেনারেল এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান তুর্কি আলালশিখ সমাজ মাধ্যমে লিখেছেন, আগামী ১৭ অক্টোবর শাহরুখ, সলমন ও আমির খান জয় ফোরামের এক ডায়ালগ সেশনে স্পিকার হিসেবে অংশ নেবেন।
জয় ফোরামের আয়োজন করে সৌদির সরকারি প্রতিষ্ঠান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)। এ বছর অনুষ্ঠানে ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেবেন। শাহরুখ, আমির ও সালমান ছাড়াও এবারের জয় ফোরামে অংশ নেবেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, মার্কিন উদ্যোক্তা ডেমন্ড জন এবং বাস্কেটবল কিং শাকিল ও’নিল সহ বিখ্যাতরা। এর আগে ২০১৯ সালে শাহরুখ খান এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।