‘বলিউডে সব টাকার খেলা’, সেই কারণেই কি দক্ষিণমুখী হচ্ছেন সঞ্জয় দত্ত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডে আর আগের মতো ‘প্যাশন’ নেই, এ বার এই কথাটা একেবারে স্পষ্ট ভাষায় জানালেন সঞ্জয় দত্ত। বলেন, “সেখানে এখন শুধু টাকার অঙ্কের হিসেব চলে।” সম্প্রতি মুম্বইয়ে তাঁর কন্নড় ছবি ‘কেডি-দ্য ডেভিল’-এর টিজার লঞ্চ অনুষ্ঠানে এসে বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সঞ্জু বাবা।

এর আগে বহু তারকাই জৌলুসের আড়ালে বলিউডের সাম্প্রতিক চিত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এ বার সেই দলেই রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁর মতে, বলিউডে সেই আগের মতো কাজের প্রতি খিদে, একনিষ্ঠতা, বা ভাল ছবি বানানোর আন্তরিকতা হারিয়ে গিয়েছে। তবে তিনি আশাবাদী, এই হারানো জিনিসগুলো হয়তো একদিন ফিরবে।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে সঞ্জয় বলেন, “আমি দক্ষিণ থেকে ফিরে আসি সেই আবেগ নিয়ে, যা বলিউড হারিয়ে ফেলেছে। আশা করি সেটা একদিন ফিরবে।”
তাঁর আক্ষেপ, “নিজের ঘরেই (বলিউডে) এই জিনিসটা মিস করি—একটা ভাল সিনেমা বানানোর প্যাশন। এখন সব কিছুই টাকার খেলা। কেবল বক্সঅফিসের সাফল্য হিসেব কষা হয়। কিন্তু সেই প্যাশনটা আর খুঁজে পাই না।”

কথা প্রসঙ্গে দক্ষিণী তারকাদের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান অভিনেতা। চিরঞ্জীবীর প্রসঙ্গে বলেন, “আমি ওঁকে ভালোবাসি। ওঁ এখানে ‘মুন্না ভাই’ করেছেন। আমাদের সম্পর্ক দারুণ। ঈশ্বর ওঁর মঙ্গল করুন।’ নাগার্জুনাকে বলেন, “খুব কাছের বন্ধু, ভাইয়ের মতো”। আর ‘ডাবল ইসমার্ট’-এর সহ-অভিনেতা রাম পোথিনেনীর জন্য একটাই বিশেষণ! “অসাধারণ ছেলে”, বলেন সঞ্জয়।

‘কেডি-দ্য ডেভিল’ মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। তার আগে অভিনেতাকে দেখা যাবে ‘আখন্ডা ২’, ‘দ্য রাজা সাব’, ‘ধুরন্ধর’, ‘বাপ, ও শেরান দি কউম পাঞ্জাবি’ ছবিতে।
সঞ্জয় দত্তের এই অকপট স্বীকারোক্তি যেন বলিউডের অন্দরমহলের এক নতুন ছবি তুলে ধরে—যেখানে সাফল্য আর সংখ্যার ভিড়ে হারিয়ে যাচ্ছে সিনেমার আসল আত্মা, সেই ‘প্যাশন’।