‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং ঘিরে বিতর্ক, ভূরি অভিযোগে বিপাকে সঞ্জয় লীলা বনশালি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: যাঁরা ভাবেন যে পরিচালক আর বড় ব্যানার মানেই সব কিছু মসৃণ, কিন্তু বাস্তবে তা একেবারেই নয়। সঞ্জয় লীলা বনশালি, যাঁর প্রতিটি ছবি যেন এক-একটা ‘হিট’। সেই তালিকায় নতুন সংযোজন ‘লাভ অ্যান্ড ওয়ার’। রণবীর কাপুর, আলিয়া ভাট আর ভিকি কৌশল—তিন তারকার নাম ঘোষণার পর থেকেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। এ বার নতুন করে আইনি জটে জড়িয়েছেন পরিচালক। সাধারণত সঞ্জয় লীলা বনশালির নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল সেট, দুর্দান্ত ক্যামেরার কাজ আর একরাশ আবেগ। ছবির মুক্তি এখনও বহু দূর, তার আগেই নাম জড়িয়ে গেল আইনি জটিলতায়।

তাহলে ঘটনাটা খোলসা করে বলা যাক। রাজস্থানের বিকানেরে এক ‘লাইন প্রোডিউসার’, প্রীতিক রাজ মথুরের অভিযোগের ভিত্তিতে সঞ্জয় আর তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ গুরুতর—প্রতারণা, দুর্ব্যবহার আর আস্থাভঙ্গ। প্রীতিকের দাবি, সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে শুটের যাবতীয় বন্দোবস্ত সবই তাঁর কাঁধে ছিল। কিন্তু কাজ সারা হওয়ার পর তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, পারিশ্রমিকও মেলেনি। শুধু তাই নয়, হোটেলে গিয়ে বিষয়টি তুলতেই সঞ্জয়ের টিমের সঙ্গে নাকি অশালীন আচরণের শিকার হয়েছেন তিনি।
মামলাটি এখন বিকানরের বিচওয়াল থানার তত্ত্বাবধানে তদন্তাধীন। অভিযোগে যুক্ত আরও দু’জন প্রযোজক—অরবিন্দ গিল ও উৎকর্ষ বালি। আদালতের নির্দেশে এফআইআর রেজিস্টার হওয়ার পর পুলিশি তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, ছবির শুটিং চলছে মূলত রাজস্থানেই। যুদ্ধের আবহে গড়ে ওঠা এই কাহিনিতে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায় দেখা যাবে রণবীর ও ভিকিকে। মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৬। তবে তার আগেই আইনি জটিলতা ছবির প্রচারে অন্য রকম মাত্রা যোগ করল।
এ যেন বনশালির কেরিয়ারের একটি পুনরাবৃত্তি। এর আগে তাঁর ‘পদ্মাবত’ ছবির শুটিংয়েও রাজস্থানে একই ধরনের আইনি আর স্থানীয় বাঁধার মুখে পড়তে হয়েছিল। ইতিহাস যেন আবার ফিরে এসেছে। এই ঘটনার পর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
