পন্থের ১ রানে ১০ লাখ টাকার বেশিই খরচ গোয়েঙ্কার, লাভের লাভ শূন্যই

0

স্পোর্টস ডেস্ক: কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। কিন্তু যখন ওস্তাদ তার দাদাগিরি শুরু করলেন, তখন লখনউয়ের বাঁচার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে। ছিল শুধু সান্ত্বনা। তাতেই আনন্দে ডিগবাজি খেয়েছিলেন ঋষভ পন্থ। এবারের আইপিএলে যে তাঁর প্রথম সেঞ্চুরি। চলতি আইপিএলে লখনউ অধিনায়কের রান ছিল ১৫১। আর বিরাট কোহলিদের বিরুদ্ধে করেন ১১৮ রান। ৮টি ছক্কা এবং ১১টি চারে মাত্র ৫৪ বলে শতরানে পৌঁছেই রানে ফেরার আনন্দে মাঠেই সরাসরি সামারসল্ট দেন।

ম্যাচটা যদিও জেতাতে পারেননি। সেইসঙ্গে আরও দুঃখও পেয়েছেন। কারণ, শাস্তিই পেতে হয়েছে তাঁকে। তাতে গুণতে হয়েছে বেশ ভাল পরিমাণ টাকা। যদিও তা ডিগবাজি খাওয়ার জন্য নয়, স্লো ওভার রেটের কারণে। আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী লখনউ সুপার জায়ান্টসের এটা তৃতীয় ভুল। যার ফলে ৩০ লাখ টাকা জরিমানা হল পন্থের। ইমপ্যাক্ট প্লেয়ার সহ দলের বাকি প্লেয়ারদের ১২ লাখ টাকা জরিমানা বা ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তবে ভাগ্য ভাল পন্থের। তৃতীয়বার এই অপরাধ করলেও পন্থকে সাসপেন্ড করা হয়নি, যেমনটা ২০২৪ সাল বা তার আগে করা হতো। ২০২৫ সালের আসরে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। তবে সেঞ্চুরি করার পর একটু হলেও মুখরক্ষা করেছেন তিনি সঞ্জীব গোয়েঙ্কার।

এবার আইপিএলে পন্তের মোট রান দাঁড়াল ১৩ ইনিংসে ২৬৯। নিলামে এই পন্থকেই রেকর্ড দামে কিনে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। নিলামে তিনি বিক্রি হন ২৭ কোটি টাকায়। সেই টাকা যে জলেই গেছে গোয়েঙ্কার, তা বলাই যায়। অঙ্কের হিসেব করলে দেখা যাবে পন্থের ১ রানের দাম দাঁড়াবে ১০ লাখ টাকারও বেশি! ১৩ ইনিংসে ২৬৯ রান করা পন্থ সেঞ্চুরির আগে ৬৩ রানের ইনিংস খেলেছেন। মানে দুই ইনিংসেই রান করেছেন ১৮১। আর বাকি ১১ ইনিংস মিলিয়ে রান করেছেন ৮৮। তিনি নিজের প্রতি যেমন সুবিচার করতে পারেননি, তেমন অধিনায়কত্ব করে দলকেও প্লে অফে তুলতে পারেননি। উল্টে তিন তিনবার স্লো ওভাররেটে মুখই পুড়িয়েছেন পন্থ। মুখ ঢেকেছেন গোয়েঙ্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *