দুটো মানুষ যেন আলাদা! ২ মাসে কমেছে ১৭ কেজি ওজন! চেনাই দায় সরফরাজকে

0


গলু গলু ব্যাপারটাই উধাও। নেই আর থলথলে শরীরও। মাত্র ২ মাসেই নাকি ১৭ কেজি ওজন কমিয়ে ফেলেছেন সরফরাজ খান। তাতে চেনাই দায়! একেবারে নির্মেদ। ছিপছিপে। সম্প্রতি সমাজ মাধ্যমে নির্মেদ সরফরাজের ছবি ভাইরাল হয়েছে। জিমের আয়নায় নিজের ছবি তুলছেন, যার সঙ্গে আগের সংস্করণের কোনও মিলই নেই!  মোটা অপবাদেই যেন জাতীয় দলে ব্রাত্য হয়ে গিয়েছিলেন সরফরাজ খান। প্রশ্ন উঠেছিল ফিটনেস নিয়ে। এবার যেন তার জবাব দিতেই এক ঝটকায় কমিয়ে ফেলেছেন ১৭ কেজি ওজন!  ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের চূড়ান্ত দল ঘোষণা করার আগে প্রচুর পরিশ্রম করতে দেখা গিয়েছিল তাঁকে। নিজেকে ফিট রাখার জন্য ছেড়ে দিয়েছিলেন পছন্দের খাবারও। তবু ডাক আসেনি ভারতীয় দলে। কিন্তু ইংল্যান্ড সফরের মাঝেই সরফরাজ নিজের ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন। দু’মাস আগে সরফরাজের বাবা নওশাদ খান বলেছিলেন, ‘আমরা আমাদের খাদ্যাভ্যাস অনেকটাই নিয়ন্ত্রণ করেছি। আমরা রুটি, ভাত ইত্যাদি খাওয়া বন্ধ করে দিয়েছি। ১ থেকে দেড় মাস ধরে আমরা বাড়িতে রুটি বা ভাত খাইনি। আমরা ব্রকলি, গাজর, শসা, সালাদ এবং সবুজ সবজির সালাদ খাই। এর পাশাপাশি, আমরা গ্রিলড ফিশ, গ্রিলড চিকেন, সেদ্ধ মুরগি, সেদ্ধ ডিম ইত্যাদি খাই। আমরা গ্রিন টি এবং গ্রিন কফিও খাচ্ছি। আমরা অ্যাভোকাডোও খাই। স্প্রাউটও আছে। কিন্তু মূল কথা হল আমরা রুটি এবং ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা ময়দা (ময়দা) এবং বেকারির জিনিসপত্র খাওয়া বন্ধ করে দিয়েছি।’ তারই ফল পেলেন সরফরাজ। ঘরোয়া মরশুম শুরু হতে কিছুটা সময় এখনও বাকি। সেখানে ভাল পারফর্ম করলে যে আবার ভারতীয় দলের দরজা খুলে যাবে তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের মাটিতে সাই সুদর্শন, করুণ নায়াররা ব্যর্থ। স্বাভাবিক ভাবেই সরফরাজ সুযোগ না পাওয়ায় ক্রিকেট মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে। ফলে, সেই সুযোগ কাজে লাগাতেই পারেন সরফরাজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed