‘দেবশ্রীর সঙ্গে কথা ছিল না, প্রসেনজিৎই আমাদের দু’জনকে…’ কেন বললেন শতাব্দী রায়?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইন্ডাস্ট্রিতে বরাবরই প্রথম সারিতে তাঁর নাম। অভিনয়ের পাশাপাশি দাপিয়ে সামলেছেন রাজনীতিও। মাঝে সাময়িক বিরতি। ১৫ বছর পর আবারও পর্দায় আত্মপ্রকাশ করছেন শতাব্দী রায়। এত বছর পর আবারও প্রত্যাবর্তন। সময়ের নিয়মে বদলেছে ইন্ডাস্ট্রির অনেককিছুই। বদলেছে সম্পর্কের সমীকরণ। তবে এই প্রসঙ্গে উঠে আসে এক অভিনেত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্যের কথাও। তিনি ইন্ডাস্ট্রির আরও এক নামজাদা নায়িকা দেবশ্রী রায়।

আডিশনের এডিটর দেবপ্রিয় দত্ত মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ ‘বাৎসরিক’ আড্ডায় শতাব্দী রায় নিজেই জানান, কর্মজীবনের মধ্যগগনে থাকাকালীন তাঁর সঙ্গে ‘মধুর’ সম্পর্ক ছিল না দেবশ্রীর। এমনকি সেই সময়ের এক মজার গল্পও ভাগ করে নেন তিনি।

শতাব্দী রায় বলেন, “যখন আমরা কাজ করেছি একসঙ্গে, তখন দেবশ্রীর সঙ্গে আমার কোনও কথা ছিল না। সম্পর্ক কোনওদিনই ছিল না আমাদের মধ্যে।”

‘শ্রদ্ধাঞ্জলি’ ছবির শুটিং চলছে, অভিনেত্রী জানান, সেই সময় তাঁদের দু’জনকেই সামলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তখন একইসঙ্গে দুই অভিনেত্রীর রাজত্ব, একটি মজার গল্প ভাগ করে নিয়ে শতাব্দী বলেন, “বুম্বা খুব ভাল ব্যালেন্স করেছিল পুরো বিষয়টা। হ্যান্ডেল উইথ কেয়ারের মতো। এমনকি সাংবাদিকদেরকেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নির্দেশ ছিল, কোনও একটা শব্দের এদিক-ওদিকের জন্যও যেন আমাদের মধ্যে সম্পর্ক খারাপ না হয়।”

অবশেষে বরফ কি গলেছে? না ভেবেই শতাব্দী রায়ের জবাব, “অদ্ভুদভাবে এখন আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। বন্ধুত্ব রয়েছে আমাদের মধ্যে। আমরা ফোনে কথা বলি। দেখা হয় মাঝেমধ্যে। অনেক কিছুই ভাগ করে নিই আমরা একে অপরের সঙ্গে। কিন্তু ইন্ডাস্ট্রিতে দু’জনেই যখন টপফর্মে কাজ করেছি, তখন কথাবার্তা ছিল না। এটাই জীবন…এটাই অভিজ্ঞতা, যা বয়সের সঙ্গে সঙ্গে পাল্টায়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *