ফের ‘রূপকথা’র জুটি! ‘সহ-তারকা হিসেবে এখন কোথায় দাঁড়িয়ে, সেটাই দেখব’- সত্যম, সুরঙ্গনা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘বল্লভপুরের রূপকথা’র পর আবারও জুটিতে সত্যম ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তবে এটি বিশেষ কোনও ‘রূপকথা’র গল্প নয়। বরং একেবারে সাদামাটা গ্রামের প্রেক্ষাপটকেই নিজের গল্পে ধরেছেন পরিচালক রোহন সেন। ছবির নাম ‘শেষ বেলা’। তারকাজুটিকে সঙ্গে নিয়েই এ দিন তিনি উপস্থিত ছিলেন ছবির শুভ মহরতে। ছিলেন দুর্বার শর্মাও।

পরিচাল জানান, “এর আগে আমার সবকটি ছবিই খুব শহরকেন্দ্রিক। গ্রামের প্রেক্ষাপটে ছবি এই প্রথম আমি করছি। সেখানকার মানুষজন শহুরে মানুষের থেকে একটু অন্যরকম। এই মানুষগুলির মধ্য দিয়েই উঠে এসে দু’টো চরিত্র। সত্যম এবং সুরঙ্গনার চরিত্র দু’টি। ওদের রসায়ন দারুণ লাগবে দর্শকদের।”

পরিচালকের কথার প্রসঙ্গ ধরেই বলা যায়, প্রায় তিন বছর পর আবারও অনুরাগীরা পর্দায় দেখতে পাবেন সত্যম এবং সুরঙ্গনাকে। কিন্তু একেবারে অন্য রূপে। অভিনেত্রী বলেন, “অনেকদিন পর সত্যমদার সঙ্গে কাজ করছি। তবে আমরাও এত বছরে নিজেদের ঘষামাজা করেছি। এখন এত বছর পর আমাদের পরস্পরের মধ্যে বোঝাপড়াটা কেমন থাকে, সেটাই দেখার।” একই সুর অভিনেতার কণ্ঠেও। তিনি হেসে বলেন, “অনেকেই কথা দিয়েছিলেন, আমাদের জুটিকে ফিরিয়ে আনা হবে আবার। সেই কাজটা অবশেষে রোহন করল। তিন বছর পর ওর সঙ্গে কাজ হবে। এর মধ্যে আমিও বিভিন্ন ধরনের চরিত্র করে ফেলেছি। যেমনটা সুরঙ্গনা বলল, কো-অ্যাক্টর হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এত বছর পর, সেটা আমারও দেখার খুব ইচ্ছে। এই ছবির মূল গল্প, প্রেক্ষাপট–সবটাই খুব আলাদা।”

এ তো গেল নায়ক-নায়িকার কথা। গল্পে ভিলেনও কিন্তু রয়েছে পুরোদস্তুর মেজাজে। তিনি অভিনেতা দুর্বার শর্মা। তিনি বলেন, “আমার গল্পটা চমৎকার লেগেছে। আমাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে এই ছবিতে। সুরঙ্গনা এবং সত্যম, দু’জনেই আমার দীর্ঘদিনের বন্ধু।” তিনি আরও বলেন, “নেগেটিভ চরিত্র করতে বরাবরই ভাল লাগে। গল্পের চিত্রনাট্য পুরোটা না পড়লেও, যতটুকু শুনেছি, তাতে মনে হয়েছে এই গল্পের চরিত্রটা একটু আলাদা।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *