মনীশ মালহোত্রার ‘দিওয়ালি’ পার্টিতে গ্ল্যামারের ছটা, সবার মাঝে নজর কাড়লেন সৌরসেনী

এখনও দীপাবলির দেরী আছে সপ্তাহখানেক। তার আগেই জমকালো পার্টি। আর সে’পার্টিতেই হাজির চোখধাঁধানো সাজে হজির সৌরসেনী মৈত্র। ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলিউডের হাইপ্রোফাইল তারকারা যেমন হাজির, তেমনই হাজির বাংলার সৌরসেনীও। নজর কাড়লেন ঝলমলে শাড়িতেই। এই পার্টিতে যেমন দেখা গেছে বলিউডের তারকা রেখা, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, কাজল, প্রীতি জিন্টা, করিনা কাপুরদের, তেমনই আবার ছিলেন অভিনেত্রী সারা আলি খান, কৃতি স্যানন, অনন্যা পান্ডেরা। আলোর উৎসবের অনুষ্ঠানে সবাই পোশাকের সাজে ছিলেন একেবারে উজ্জ্বল। ধনতেরাস-দিওয়ালি দেরী থাকলেও, আসলে, দিন সাতেক আগে থেকেই বলিউডে দিওয়ালির আঁচ পড়ে গেছে। আর প্রতিবারই দিওয়ালির আগে এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেন মনীশ মালহোত্রা। এ বারেও তার অন্যথা হয়নি। একেবারে চাঁদের হাট বসেছিল ডিজাইনারের বাড়িতে।
সাজবাহারের এই পার্টিতে সবার মাঝে শাড়ি ইর স্লিভলেস ব্লাউজে আলাদা করেই নজর কেড়েছেন টলিউড নায়িকা। একের পর এক নিজস্বীও তুলেছেন বলি তারকাদের সঙ্গে। সোমবার সে’সব ছবিই ভক্তদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেই তালিকায় যেমন ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রা, তেমনই ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রয় কাপুর, কৃতি স্যানন, সুহানা খান, বিজয় ভার্মা, ইশান খট্টররা। গ্ল্যামারের ছোঁয়ায় নজর কেড়েছেন সবায়ের সঙ্গেই। সৌরসেনীর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন হলেও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। আপাতত ব্যস্ত চুটিয়ে কাজ করতে তা বুঝিয়ে দিয়েছেন।
পার্টিতে মাধুরী দীক্ষিত রয়্যাল ব্লু শাড়ি নজর কেড়েছেন সকলের, তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর। সুহানা খান মনকাড়া নীল শাড়িতে নজর কাড়েন। ছিলেন গৌরী খানও।
এই পার্টিতেই একসঙ্গে ধরা দেন সোলজার জুটি প্রীতি জিন্টা-ববি দেওল। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরাও। দিওয়ালি পার্টিতে ববি দেওল এবং প্রীতি জিন্টার উষ্ণ আলাপচারিতার বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো এখন সমাজ মাধ্যমে ভাইরাল। ভাইরাল ক্লিপগুলিতে, ববি এবং প্রীতিকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। তাঁদের একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। করিনা কাপুর সাদা আনারকলি, চিরচেনা গ্ল্যামারে ঝলমল করছিলেন। কাজল এসেছিলেন মেয়ে নিসার সঙ্গে, মা-মেয়ের যুগলবন্দিতে পার্টিতে এনেছিলেন গ্ল্যামারের ছোঁয়া।