মামলাকারী পরিচালকদের সঙ্গে বৈঠকে তথ্য-সংস্কৃতি দফতরের সচিব, কোনও সুরাহা হল?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘সদর্থক আলোচনা হল’, বুধবার বিকেলে রবীন্দ্রসদনে রাজ্যর তথ্য-সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর সঙ্গে বৈঠকের পর এমনই তৃপ্তির হাসি পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, কিংশুক দে, সুদেষ্ণা রায়-সহ অন্যান্যদের মুখে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ১১ জন পরিচালক। তবে এই মুহূর্তে এই শহরে না থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি অনির্বাণ ভট্টাচার্য এবং দেবাশিস চক্রবর্তী।
হাই কোর্টের নির্দেশ মেনেই এ দিন বৈঠকে বসেন তাঁরা। তবে এখনও তাতে বিশেষ সুরাহা না হলেও এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসাবেই দেখছেন পরিচালকেরা। পরমব্রত বলেন, “তথ্য-সংস্কৃতি দফতরের সচিব অনেকটা সময় নিয়েই আমাদের কথাগুলো শুনলেন। একটা সদর্থক আলোচনা হল। অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। আমাদের কথাগুলো অনেকদিন ধরেই বলার চেষ্টা করছি। অবশেষে সেই আলোচনাটা হল।”
বৈঠক শেষে কী সিদ্ধান্ত গ্রহণ করা হল? পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, “এটা কিন্তু হিয়ারিং ছিল। আজ আমাদের বক্তব্য শুনলেন মাননীয় সচিব। যেটা ২০২৪ সালের জুলাই মাস থেকে দাবি করে আসছি। আজ আমরা সরকারিভাবে সরকারকে আমাদের সমস্যাগুলো জানাতে পারলাম। আমাদের বক্তব্যের উপরে তিনি খসড়া তৈরি করে জমা দেবেন আদালতে। এ বার বিচারক কী সিদ্ধান্ত নেবেন, তা তো জানি না। তবে এইটুকু বলতে পারি, আজকের আলোচনার পর আমরা খুশি।”
একই সুর সুদেষ্ণা রায়ের কণ্ঠেও। তিনি বলেন, “এতে সুরাহা হল কি না, বলতে পারব না। এতদিনে সরকারের মুখোমুখি আমরা বসতে পারলাম, সেটাই ইতিবাচক দিক।” পাশাপাশি পরিচালক ইন্দ্রনীল মনে করিয়ে দেন, “এটা কিন্তু ফেডারেশনের সঙ্গে আমাদের মধ্যস্থতা হচ্ছে না। সরকার সবার কথা শুনবে এবং কোর্টকে রিপোর্ট দাখিল করবে।” পরবর্তী শুনানি আগামী ২৩ জুলাই।