আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী, হাওড়ায় বাম-গড়িয়াহাটে বিজেপি-কসবায় কংগ্রেসের বিক্ষোভ 

0




কসবা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ফের উত্তাল গোটা রাজ্য। গণধর্ষণের অভিযোগে ওই কলেজের  নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হল শনিবার। শুক্রবার রাত থেকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাবার পর শনিবার পুলিশ গ্রেফতার করে। অভিযোগ  এই ধর্ষণে সাহায্য করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শনিবারই নির্যাতিতার  গোপনজবান বন্দির জন্য আলিপুর আদালতে পাঠনো হয়। অভিযোগকারিনী পুলিশকে জানায়, এই গার্ড তার ঘর থেকে বেরিয়ে যান সেই সময়ে।  পুলিশ জানায় সেইসময়ে কাউকে কিংবা পুলিশকে জানায়নি ওই নিরাপত্তারক্ষী। শনিবারই ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে। সূত্রের খবর, পুলিশ সেইসময়ের সিসিটিভি ফুটেজ পেয়েছে, তা খতিয়ে দেখছে।  উল্লেখ্য, কসবা কাণ্ডে গণধর্ষণের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হল। তিন মূল অভিযুক্তকে চারদিনের পুলিশ হেফাজত হয়। আরো জানা যায়, শনিবারই নির্যাতিতার ফরেনসিকপরীক্ষা হবে। শুক্রবারই ফরেনসিক ও সায়েন্টিফিক দল এসে পরীক্ষা চালায় কলেজে। পুলিশ সূত্রে জানাযায়, নির্যাতিতার  মেডিকেলের প্রাথমিক রিপোর্টে তাকে ধর্ষণের প্রমাণ মিলেছে।  নির্যাতিতা  আরও পুলিশকে জানায়, তাকে প্রথমে ইউনিযন রুমে শ্লীলতাহানি করে। পরে গার্ড রুমে ধর্ষণ করা হয়। তদন্ত চলছে। আরও কারোর যোগ ছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে।
এদিকে এই ঘটনায় বিজেপি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৎপাল সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তদন্তের রিপোর্ট জমা দেবে।দক্ষিণ কলকাতা আইন কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাইল শিক্ষা দফতর।আইন কলেজের ঘটনায় অত্যন্ত হতবাক ও মর্মাহত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই গণধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। বিজেপি শনিবার কলকাতার গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ করতে গেলে পুলিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বকে গ্রেফতার করে। ব্যারিকেড ভেঙে মিছিল এগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য সভাপতি অভিযোগ করেন, পুলিশের এই আচরণ গণতন্ত্র হত্যাকারী আচরণ। পুলিশ কোন গণতান্ত্রিক আন্দোলনকে অনুমোদন দেয় না। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। অন্যদিকে শনিবার কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ চলাকালীন সময়ে প্রদেশ যুব কংগ্রেস নেতা অর্ঘ্য গণকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে বলে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *