ভারত-পাক সংঘর্ষ নিয়ে নীরব শাহরুখ, চাপানউতরের মাঝেই বড় সিদ্ধান্ত ‘কিং’-এর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকা থেকে অনুরাগী, ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে সরব সকলেই। নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা। গানের অনুষ্ঠান বাতিল করেছেন অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, বিশাল মিশ্র-সহ অন্যান্যরা। এ বার এই উত্তপ্ত পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন শাহরুখ খান।
তবে সরাসরি মুখ না খুললেও, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। এর আগে দীর্ঘ সময় ধরেই শাহরুখের ‘কিং’ ছবি আলোচনায়। ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ১৬ মে থেকে। কিন্তু ভারত-পাক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ছবির শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।
ঘনিষ্ঠ সূত্রে খবর, এই পরিস্থিতিতে ছবির কাজ শুরু করা যাবে না। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “এখনও বিষয়টা অনেকটাই স্পর্শকাতর। তাই সকলেই শঙ্কিত। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, সেটা ভাবার বিষয়। আগামী ১৬ মে থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ছবির শুটিং পিছিয়ে যেতেই পারে। পরিস্থিতি ও পরিবেশ শান্ত হলেই ছবির কাজ শুরু করা যাবে।”
প্রায় দু’বছর আগে থেকে এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। শাহরুখের এই ছবিতে রয়েছেন তাঁর কন্যা সুহানা খানও। এ ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি-সহ অন্যান্যরা। পরিচালনার দায়িত্বে সিদ্ধান্ত আনন্দ। শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এর ছবি ‘ডাঙ্কি’তে।