‘এ ভাবে দমানো যাবে না’, ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রথম বার আডিশনের কাছে সরব সাহেব

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

কিছুদিন আগেই টলিপাড়া তোলপাড় হয়েছিল সাহেব ভট্টাচার্যের একটি ভিডিয়োকে ঘিরে। টিভির পর্দার জনপ্রিয় অভিনেতা তিনি। তাঁর গোপন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় তা। যদিও সেটি সত্য না মিথ্যা, তা যাচাই না করেই নানা কটাক্ষ করা হয় অভিনেতাকে। এই প্রসঙ্গে এতদিন কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। আডিশনের মুখোমুখি হতেই প্রথম বার তাঁর ‘ভাইরাল’ ভিডিয়ো নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য।

তিনি বলেন, “ইদানিং একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে অনেকেই আমাকে ফোন করছেন। আমি কোনওদিনই সস্তার প্রচারে বিশ্বাস করিনি। দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার সম্পর্কে কোনও পুলিশ কেস নেই। কোনও বদনাম নেই। কোনও রাজনৈতিক দলের খুঁটি ধরেও আমি চলি না। নিতান্তই একাগ্রতার সঙ্গে কাজ করি। আর বাড়ি চলে যাই।”

সাহেবের কথায়, এই ভিডিয়োটি পুরোটাই ভুয়ো। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্বার কারসাজিতে। কিন্তু এর নেপথ্যে কারণ? অভিনেতা বলেন, “আজকাল একটু ভাল কাজ করলেই বা একটু পরিচিতি তৈরি হলেই যেমন অনেক মানুষের ভাল লাগে, ঠিক তেমনই অনেকের ঈর্ষার পাত্রও হতে হয়। সেখান থেকেই তৈরি হয় এই সব ‘এআই ভিডিয়ো’।”

এই বিষয়ে কোনও পদক্ষেপ করেছেন কি সাহেব? তিনি বলেন, “আমি এই নিয়ে কোনও কথা বলিনি কারণ সাইবার সেলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে আমার। পুলিশ এই বিষয়টা দেখছে। প্রচুর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ইতিমধ্যেই। যাঁরা এই কাজটি করেছেন, তাঁদের খুব শীঘ্রই ধরা হবে। আমি দু’বার লাল বাজারেও গিয়েছি। একাধিক বড় পুলিশকর্তারা আশ্বাস দিয়েছেন আমাকে। যাঁরা এমন কাজ করেন, তাঁরা বোঝেন না যে অভিযুক্তদের খুব সহজে ধরা যায় ইন্টারনেটের দৌলতে।”

অভিনেতা জানান, সহজে হার মানার পাত্র নন তিনি, “আমি একটা কথা বলতে চাই। একজন মানুষ যখন একাগ্রতার সঙ্গে কাজ করেন, তখনই এমন ঘটনা ঘটে থাকে। আমার অনুরাগীরা আমার পাশে দাড়িঁয়েছেন। ২০ বছর ধরে আমি এমনি এমনি কাজ করে আসিনি। যে সততা নিয়ে আমি কাজ করছি, সেটা এত সহজে মুছে যাওয়ার নয়। আমি ছিলাম, আছি আর থাকব। এ ভাবে আমাকে দমিয়ে রাখতে পারবে না।”

দীর্ঘদিনের কর্মজীবন। এই ঘটনার পর সাহেবের কাজের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েছে কি? অভিনেতার সাফ জবাব, “কোনও প্রভাব পড়ে না এই সবে।” একই বিষয় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সবশেষে অনুরাগীদের জন্য সাহেবের বার্তা, “আমার অনুরাগীদের আমি এইটুকু আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই কঠোর একটা পদক্ষেপ করা হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *