শাকিবের সঙ্গে ‘প্রেম’চর্চা! এর মাঝেই কাছের মানুষকে হারালেন মিষ্টি জন্নাত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

গত কয়েকমাস ধরেই আলোচনায় রয়েছেন মিষ্টি জন্নাত। বিশেষ করেন বাংলাদেশের কিং খান শাকিবের সঙ্গে তাঁর ‘বিশেষ সম্পর্ক’ নিয়েও কম চর্চা হয়নি। তাঁদের একসঙ্গে ছবি দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, অপু বিশ্বাস এবং শবনম বুবলীর পরে কি এ বার জন্নাতের সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেতা? যদিও এই সবকিছু নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন জন্নাত। যদিও বিতর্ক থামার নামই নেই যেন তাঁকে ঘিরে। এরই মাঝে নিজের কাছের মানুষকে হারালেন অভিনেত্রী।

বুধবার ভোরবেলা বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন মিষ্টি জন্নাত। সমাজমাধ্যমে লেখেন, ‘বাবা আর নেই।’ দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটতেই ভেঙে পড়েন মেয়ে জন্নাত। গত মঙ্গলবারই সমাজমাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন তাঁর বাবার সুস্থতা কামনা করার জন্য। অভিনেত্রী লেখেন, ‘আমার বাবার জন্য প্রার্থনা করুন। ওঁর অবস্থা ভাল না।’ কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ।

কর্মজীবনের থেকেও বেশি ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থাকেন জান্নাত। এর আগে শাকিবের সঙ্গে একটি নিজস্বীকে ঘিরে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। সেই সময় কলকাতায় ছিলেন শাকিব। জল্পনা রটে যে শাকিবের সঙ্গে নাকি কলকাতায় এসেই দেখা করেন জন্নাত। সেই জল্পনা উস্কে অভিনেত্রী বলেছিলেন, “কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসব? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।” এখানেই শেষ নয়, সেলফি নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী এক সংবাদমাধ্যমের কাছে এও বলেন, “শুধু সেলফি। আমরা যে দিনভর আড্ডা দিলাম, এর কী হবে?”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed