‘বাবা-ছেলের সম্পর্কে নজর না লাগুক’, পিতৃদিবসে পোস্ট অপুর, পাল্টা কী লিখলেন বুবলী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অপু বিশ্বাস এবং শবনম বুবলী, দু’জনেই ‘প্রাক্তন’ হয়ে গেলেও বাবার দায়িত্ব থেকে সরে যাননি শাকিব খান। দুই অভিনেত্রীর সঙ্গে ছাদ আলাদা হলেও বহুবারই দুই ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।
প্রায় দু’বছর ধরে শাকিবকে নিয়ে দড়ি টানাটানি চলছে দুই নায়িকার মধ্যে। যেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই চলে দুই প্রাক্তনের সমাজমাধ্যমের পোস্ট। অনেক সময়, নেটিজেনরাও রসিকতার ছলে লিখে বসেন, ‘অপু-বুবলী দু’জনেই যেন মরিয়া হয়ে বোঝাতে চান, শাকিব তাঁদের কতটা ঘনিষ্ঠ।’ পিতৃদিবসেও তাঁর অন্যথা হল না।

শাকিবের সঙ্গে তাঁদের ছেলের গান গাওয়ার একটি ভিডিয়ো শেয়ার করে প্রাক্তন অপু বিশ্বাস লেখেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালবাসা থেকে। বাবা-ছেলের সম্পর্কে কারও নজর না লাগুক’।

একইভাবে আরেক প্রাক্তন বুবলীও বাবা-ছেলের আদুরে মুহূর্ত তুলে ধরেন সমাজমাধ্যমের পাতায়। ক্যাপশনে লেখেন, ‘বাবার মতোই হয়েছে ছেলে। একজন সন্তানের হৃদয়ে সারাজীবন থেকে যায় তার বাবার ভালবাসা। শুভ পিতৃদিবস।” মজার বিষয় হল, দুই প্রাক্তনের পোস্ট এসেছেও ঠিক একই সময়।