এজবাস্টনে দুর্দান্ত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ে প্রথম দশে শুভমন, বড় লাফ আকাশ দীপেরও
স্পোর্টস ডেস্ক: এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন ২৫ বছর বয়সী ব্যাটার শুভমন গিল। ম্যাচে তার মোট রান ৪৩০। এক টেস্টে তার চেয়ে বেশি রান আছে শুধু গুচের (৪৫৬)। এক টেস্টে চারশ বা এর বেশি রান করতে পারা পঞ্চম ক্রিকেটার গিল। এমন পারফরমেন্সের যে প্রভাব পড়বেই র্যাঙ্কিংয়ে, তা বলাই বাহুল্য। পুরস্কারও পেলেন হাতেনাতে। এই প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ উঠে এসেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। শুধু তাই নয় এজবাস্টনে দশ উইকেট নেওয়া আকাশ দীপও উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে।
এজবাস্টন টেস্টের আগে শুভমন টেস্টে ব্যাটারদের তালিকায় ছিলেন ২১ নম্বরে। এক টেস্টে ১৫ ধাপ উঠেছেন তিনি। বুধবার প্রকাশিত আইসিসি’র নতুন ক্রমতালিকায় টেস্টে ব্যাটারদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠেছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। টেস্টে এটাই শুভমনের সর্বাধিক রেটিং পয়েন্ট। ফলে, এজবাস্টন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর টপ ফাইভে ঢোকার মুখে ভারত অধিনায়ক শুভমন গিলও। শুভমন ছাড়া প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে যশস্বী জয়েসওয়াল ও ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। দু’জনেই ইংল্যান্ড টেস্টে ভালই পারফরমেন্স করছেন। সেঞ্চুরি পেয়েছেন দু’জনেই। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের জো রুট।
তাঁকে সরিয়ে শীর্ষস্থানে আবারও হ্যারি ব্রুক। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। রুটের সঙ্গে ১৮ পয়েন্টের ফারাক হ্যারি ব্রুকের। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তৃতীয়, পাঁচে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কাগিসো রাবাডা এবং প্যাট কামিন্স। এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠে এসেছেন আকাশ দীপ। ছ’ধাপ উঠেছেন ভারতের আর এক পেসার মহম্মদ সিরাজ। এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজাই। তাঁর পয়েন্ট ৩৯১। অলরাউন্ডারের তালিকায় মুল্ডারও ১৫ থেকে ৩ নম্বরে উঠে এসেছেন।