জাতীয় দলে দরজা বন্ধ! শামিকে নিয়ে আপডেট দিলেন শুভমন, কল্যাণীতে বোলিং দেখবেন আগারকর?

0

নানা কথা শোনা যায় ঠিকই, তবে কোনও এক অদৃশ্য কারণেই যেন মহম্মদ শামির জন্য দরজা বন্ধ টিম ইন্ডিয়ার। এটাও কি সত্যি কথা? আর কী জাতীয় দলে দেখা যাবে না ভারতীয় দলের অন্যতম পেসারকে? শুভমন গিল এখন ভারতের নেতৃত্বে। কলকাতায় এসে এই প্রশ্নের মুখোমুখি তাঁকে হতেই হল। জবাবটা ব্যালেন্স করেই যেন দিলেন শুভমন। প্রশংসাও করলেন আবার সুযোগ যে ক্ষীণ সে ইঙ্গিতও দিলেন। বলেন, ‘শামি ভাইয়ের মতো দক্ষ বোলার খুব বেশি নেই। কিন্তু আমরা আকাশ দী, প্রসিদ্ধ কৃষ্ণর মতো খেলোয়াড়দের পারফরম্যান্স উপেক্ষা করতে পারি না। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা সেটা দেখেছি। আমরা পরবর্তী টেস্ট সিরিজ কোথায় খেলব, সেদিকেও আমাদের নজর রয়েছে। নির্বাচকরাই ভালো জবাব দিতে পারবেন।’


এরমধ্যেই অবশ্য একটা আশার আলো জ্বলেছে মহম্মদ শামির জন্য। ১৬ নভেম্বর থেকে বাংলা রঞ্জির ম্যাচ খেলবে কল্যাণীতে। আর সেই ম্যাচে খেলবেন মহম্মদ শামি। যা দেখতে যাবেন স্বয়ং নির্বাচক প্রধান আগারকর। ইডেন টেস্টে উপস্থিত থাকবেন বোর্ডের নির্বাচক প্রধান। সেই ফাঁকেই কল্যাণীতে শামির পারফরম্যান্সের ওপর নজর রাখবেন তিনি। রঞ্জিতে গুজরাট ম্যাচে নির্বাচক আরপি সিং শামির ম্যাচ দেখলেও, কোনও কিছুই হয়নি। সূত্রের খবর, এ বার আগারকর নিজে সামনে থেকে শামির বোলিং দেখতে চান।
এর আগে শামি কেন ব্রাত্য, এ’কথা আগারকরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘শামির ফিটনেস সংক্রান্ত আপডেট তাঁর কাছে নেই’। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে শামিকে নিয়ে সওয়াল করেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, ‘ও যথেষ্ট ফিট। ওর জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত।’


গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৪ রানে তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট পান। সবমিলিয়ে এবার রঞ্জিতে তিনটি ম্যাচে এখনও পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন। যিনি ভারতের টেস্ট জার্সি পরে শেষবার খেলেছেন ২০২৩ সালের জুনে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *