দুই কিংবদন্তিকে ছাপিয়ে নয়া রেকর্ড শুভমনের, নিজেরই ভুল কলে রান আউট !
স্পোর্টস ডেস্ক: সবে প্রথম দিন। রান নেওয়ার এত তাড়া? আধ ঘণ্টার মধ্যে সোবার্স-গাভাসকরের রেকর্ড ভেঙে ফেলা অধিনায়ক শুভমন গিলের ‘কল’ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বল ঠেলে রান নিতে দৌড়েছিলেন। পরে বুঝতে পারেন, এটা সিঙ্গল নেওয়ার পরিস্থিতি নয়। ততক্ষণে দেরি হয়ে যায়। রান আউট হন শুভমন গিল। ওভালের প্রথম ইনিংসে মাত্র ২১ রানে ফেরেন শুভমন। এর আগেই অবশ্য কিংবদন্তিদের পিছনে ফেলে দিয়ে ওভালে নয়া ইতিহাস তৈরি করে ফেলেছিলেন ভারত অধিনায়ক।
এক টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের মালিক এখন তিনিই।এদিন দুটি রেকর্ড ভাঙেন শুভমন। একটি রেকর্ড গ্যারি সোবার্সের, যা টিকেছিল ৫৯ বছর। আরেকটি রেকর্ড সুনীল গাভাস্কারের, টিকেছিল ৪৬ বছর। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি সোবার্স ১৯৬৬ সালের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের আট ইনিংসে করেছিলেন ৭২২ রান। সেই রান ওল্ড ট্রাফোর্ডেই ছুঁয়ে ফেলেছিলেন শুভমন। এদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় গ্যারি সোবার্সের রেকর্ড।
ইংল্যান্ডে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের এই কীর্তি গড়েই থামেননি গিল। এরপর ভাঙেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকরের রেকর্ডও। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন তখনকার ভারত অধিনায়ক গাভাসকর। ব্যক্তিগত ১১ রানে পৌঁছতেই ভেঙে যায় সেই রেকর্ডও। ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক অবশ্য বর্তমানে গাভাসকরই, যিনি ১৯৭১ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে করেছিলেন ৭৭৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে, সে রানও টপকে যেতে পারেন তিনি। যদিও সবচেয়ে বেশি সিরিজে ১৯৩৬-৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। আর গিল যদি ওভালে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিই করে ফেলেন, তাহলে তিনি হয়ে যাবেন এক সিরিজে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি করা ব্যাটসম্যান, যে কীর্তিটি আছে শুধু ক্লাইভ ওয়ালকটের।