জন্মদিনেই মনের মানুষকে সামনে আনলেন স্মৃতি মান্ধানা, জানেন সে কে?

0




শুধু খেলার গুনে নয়, রূপেও মুগ্ধ করেন স্মৃতি মান্ধানা। অন্যতম সুন্দরী ক্রিকেটার। তাঁর প্রেমিক কে, তা নিয়ে গুঞ্জন ছিলই। নিজের জন্মদিনেই এবার তা প্রকাশ করে দিলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এবার সমাজ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিককে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এই মহিলা ক্রিকেট সেনসেশন। ১৮ জুলাই ছিল স্মৃতি মান্ধানার ২৯তম জন্মদিন। সমাজ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। তাতে মান্ধানাকে ‘নিজের শক্তি এবং সবচেয়ে বড় চিয়ার লিডার’ বলে উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’ লেখার সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। জবাবে ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক। এর আগে গত ২২ মে প্রথম সমাজ মাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন স্মৃতি। সে দিন ছিল পলাশের জন্মদিন। পলাশ বিখ্যাত গায়িকা পলক মুচ্ছলের ভাই। বলিউডকে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি। পলাশকে শুভেচ্ছা জানান সে দিন। তখনই দু’জনকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার সেই জল্পনায় এক রকম সিলমোহর পড়ল।


এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন মান্ধানা। টি২০ সিরিজের পর ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে একদিনের সিরিজ খেলছে ভারত। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় মান্ধানাকে। বর্তমানে আইসিসি ওডিআই মহিলা ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা। দেশের মহিলা ক্রিকেটারদের মধ্যে স্মৃতিই সবচেয়ে ধনী ক্রিকেটার। মহিলা ক্রিকেটে তরুণ প্রজন্মের আইকনও তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *