স্মৃতি মান্ধানা জিতলেন বিশ্বকাপ, খোয়ালেন ১ নম্বর স্থান, দশে ঢুকে পড়লেন জেমিমা
ওডিআই বিশ্বকাপের আগেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা। এরপর বিশ্বকাপ জয় হল ঠিকই, কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আর পৌঁছনো হল না। শীর্ষে বসলেন বিশ্বকাপ খোয়ানো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। সদ্য সমাপ্ত মেয়েদের বিশ্বকাপে লরা উলভার্ট দারুণ ছন্দে ছিলেন। তিনি বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি করেন।

দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলার নেপথ্যে তিনিই। বিশ্বকাপের এবারের আসরে উলভার্ট করেছেন ৫৭১ রান, যা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড। তাতেই তিন থেকে এক লাফে শীর্ষস্থানে। ২ নম্বরে নেমে গেছেন স্মৃতি। সেমিফাইনাল ও ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হন স্মৃতি মান্ধানা। বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যন্ডের বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। যা তাঁর রেটিং পয়েন্ট ৮২৮ এ পৌঁছে দিয়েছে।

তবে জেমিমা রডরিগেজ প্রথমবারের মতো ঢুকে পড়েছেন বিশ্বের সেরা দশ ব্যাটারের তালিকায়। ৯ ধাপ উপরে উঠেছেন তিনি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত ৪ ধাপ উন্নতি করে উঠেছেন ১৪ নম্বরে। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়া ভারতের দীপ্তি শর্মা ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন। ভারতের ফাইনাল জয়ের নায়িকা এবং ফাইনালে ম্যাচসেরা হওয়া শেফালি বর্মা ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় উজ্জ্বল পারফরম্যান্স করেছেন দীপ্তি শর্মা। সেমিফাইনাল ও ফাইনালে মিলিয়ে সাতটি উইকেট এবং গুরুত্বপূর্ণ রান এনে তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে দীপ্তি শর্মা পঞ্চম স্থানে রয়েছেন। ভারতের শ্রী চরনী, যিনি নকআউট ম্যাচগুলোতে জুটি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এসেছেন ২৩তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।
