বিচ্ছেদের জল্পনায় জল! শোলাঙ্কির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সোহমের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এসে বেশ জমে উঠেছিল শোলাঙ্কি রায় ও স্কুলের বন্ধু শাক্য বসুর প্রেমের গল্প। বন্ধুত্ব, প্রেম, পরিণয়- তারপর সুদূর নিউজিল্যান্ডে পাড়ি। কিন্তু কিছু সময় পরেই বিবাহবিচ্ছেদের খবর। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকলেও একে বারেই মজবুত হয়নি তাঁদের সম্পর্কের ভিত। অবশেষে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
এর পরেই উঠে আসে সোহম মজুমদারের নাম। একসঙ্গে একাধিকবার ফ্রেমবন্দি হয়েছেন তুই তারকা। সেই গুঞ্জন শোলাঙ্কির কানেও পৌঁছেছিল। তবে সবকিছুকেই উড়িয়ে দিয়েছিলেন সোহমকে কেবল ‘ভাল বন্ধু’র তকমা দিয়ে। কিন্তু অনুরাগীরা মানার নয়। পরে শোনা যায়, সেই সম্পর্কও নাকি স্থায়ী হয়নি। এ বার বিচ্ছেদের গুঞ্জনেই জল ঢেলে আবার আলোচনায় সোহম এবং শোলাঙ্কি।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ছিল শোলাঙ্কির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছাবার্তার বন্যা। তবে এই সবের মাঝে নেটিজেনদের চোখ আটকাল একটি বিশেষ পোস্টে। কফি কাপ হাতে বসে রয়েছেন অভিনেত্রী। নীচে লেখা ‘শুভ জন্মদিন’। উপরে প্রোফাইলটি যাঁর, তিনি আর কেউ নন, বরং সোহম মজুমদার। অভিনেতার পোস্ট দেখে আবারও নতুন করে শুরু গুঞ্জন।