একঢাল লম্বা চুল! সেটাই দান করলেন সোনম, অভিনেত্রীকে কুর্নিশ অনুরাগীদের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কথায় আছে, নারীদের সৌন্দর্য তাঁদের চুলেই। ঘন, লম্বা চুলের পরিচর্চা করতে মানুষ কী না করে থাকেন! আর নায়িকা হলে তো কোনও কথাই নেই। অনেকে তো ছবির চিত্রনাট্যের স্বার্থেও চুলের বলিদান দিতে রাজি থাকেন না। সেখানে দাঁড়িয়ে নিজের লম্বা একঢাল চুল নির্দ্বিধায় দান করে দিতেও দু’বার ভাবলেন না বলিনায়িকা সোনম কাপুর।

ইন্ডাস্ট্রিতে ‘বেশ খুঁতখুঁতে’র তকমা রয়েছে সোনমের। পোশাক থেকে শুরু করে সাজসজ্জা, সব কিছুই যেন পরখ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। তিনি এমন বলিদান দেবেন, তা অনুরাগীদের কাছে কিছুটা অপ্রত্যাশিতই ছিল বটে। একটি ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে নিজের ১২ ইঞ্চি চুল কেটে ফেলতে। অভিনেত্রী জানান, এটি তাঁর অনেকদিনের ইচ্ছে ছিল। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা অনিল কাপুরকেও। আসলে বাবা অনিলের জিনগত কারণকেই ধন্যবাদ জানাতে চেয়েছেন সোনম।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে তিনি লেখেন, ‘১২ ইঞ্চি চুল কেটে দান করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁর কেশসজ্জাশিল্পী পিট বার্কিল। অভিনেত্রীর চুলের যত্নের দায়িত্ব সামলান তিনিই। তাঁকে ধন্যবাদ জানিয়ে সোনম ভিডিয়োতে বলেন “আমার চুল খুব লম্বা এবং ঘন। বাবার জিনগত বৈশিষ্ট্য পেয়েছি আমি নিজের মধ্যে। যে কারণেই অনেক লম্বা আমার চুল। মনে হল, এর কিছু অংশ দান করি। আমার কেশসজ্জাশিল্পী পিট, যিনি গত কয়েক বছর ধরে আমার চুলের যত্ন নিচ্ছেন। যদিও এখনও আমার চুল লম্বাই রয়েছে প্রায়। তবুও আমার খুব ভাল লাগছে এই কাজটা করতে পারলাম।” অভিনেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *