লেহ’তে সোনম ওয়াংচুককে গ্রেফতার! তাঁর অনুপ্রেরণাতেই তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’

0

ট্রেন্ডিং: বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। আমির খান অভিনীত ‘র‍্যাঞ্চো’ চরিত্রটির অনুপ্রেরণা আসলে সোনম ওয়াংচুক। ২০১৮ সালে ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে দেখেই তৈরি এই সিনেমা। সেই সোনম ওয়াংচুকই এখন সংবাদের শিরোনামে। কারণ সোনম ওয়াংচুককে লাদাখে শুক্রবার জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সরকার। লে’র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারি অভিযানে নেতৃত্ব দেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই বা শনিবার সকালে লাদাখের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে।
কী অপরাধ তাঁর?

লাদাখের স্বার্থে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কয়েক বছর ধরে তিনি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। এই প্রথম অশান্তি ছড়াল। পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে বুধবার লেহতে চারজন নিহত হন, আহত হন ৮০ জন। লেহ হিংসার পর কারফিউ জারি হয়। দু’সপ্তাহ পর অনশন ধর্মঘট প্রত্যাহার করেন ওয়াচুক। যদিও এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, সোনমই জনতাকে সহিংস হতে উস্কানি দিয়েছেন। গত মাসেই সোনম ওয়াংচুকের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ লার্নিং (এইচআইএএল)-এর ৪০ বছরের জমির লিজ বাতিল করে লাদাখ প্রশাসন।

এ বার সোনমের আর এক প্রতিষ্ঠান স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (সেকমোল)-এর বিদেশি তহবিল গ্রহণ করার অনুমোদন বাতিল করে সংস্থার দুর্নীতি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। ওয়াংচুকের গ্রেফতারির পর, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেহ-তে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড স্লো করে দেওয়া হয়েছে। লেহ জেলা ম্যাজিস্ট্রেট দু’দিনের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য লেহ এবং কার্গিল সহ অন্যান্য শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। হিংসার ঘটনাগুলিকে ষড়যন্ত্রের ফলস্বরূপ অভিহিত করে সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *