ধরা পড়েছে বড় অসুখ! কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবেন না সৌমিতৃষা

0

আচমকাই অসুস্থ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ম্যালেরিয়া হয়েছে অভিনেত্রীর।  সমাজমাধ্যমে জানালেন নিজের অসুস্থতার কথা। তাই এই বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে না অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে কী লিখেছেন সৌমিতৃষা?
অভিনেত্রী লেখেন, “আমি ম্যালেরিয়া আক্রান্ত। চিকিৎসা চলছে। দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারব না আমি। দিদি,আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রতি বছর এইভাবে সবটা আয়োজন করার জন্য।”

দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে দেখা গিয়েছি তাঁকে। দুর্গাপুজোর কার্নিভালেও মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন। কিন্তু ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে আর সেই ফ্রেম দেখা যাবে না৷

‘প্রধান’, ‘কালরাত্রি ১’-এর পর সে ভাবে পর্দায় দেখা যায়নি নায়িকাকে। শোনা গিয়েছিল, অনেক ধরনের রোগ দেখা গিয়েছে তাঁর শরীরে। কিন্তু সেই বিষয়ে কিছু খোলসা করেননি সৌমিতৃষা। প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘কালরাত্রি ২’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এই সিরিজের প্রথম সিজনও দর্শকের ভাল লেগেছিল। দ্বিতীয় সিজন আসার অপেক্ষায় সবাই। এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরে সৌমিতৃষা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *