সৌরভ কাকুর সঙ্গে দেদার খেলা ছোট্ট ধৃতিষ্মানের, আবীরের সঙ্গে জুটি বেঁধে চমক মহারাজের

 
দাদা আর ‘দাদা’ নেই, কারোর কারোর কাছে অ্যাঙ্কলও।হ্যাঁ, এটাই সত্যি। 
তিনি বাঁ-হাতি ক্রিকেটার হতে পারেন, আদপে সব্যসাচী। নিখুঁত দক্ষতায় সবকিছুই সামলাতে পারেন। যে কোনও ভূমিকায়। কখনও ক্রিকেটার, কখনও প্রশাসক, কখনও সঞ্চালক কিংবা ব্যবসা হোক বা অভিনয়। মাঠ থেকে মঞ্চে সমান দক্ষতা, সমান জনপ্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজ এ বার জুটি বাঁধলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিজ্ঞাপনী দুনিয়ায় জুটি বাঁধলেন সৌরভ-আবীর। তাও আবার পুলিশের ভূমিকায়।
এ বার এই দুই মহারথীর সঙ্গেই দেখা গেল ছোট্ট ধৃতিষ্মানকে। শিশু শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী এমনিতেই ছোট পর্দার জনপ্রিয় মুখ।  ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয় সে।   ভোজন বাহিনীর বিজ্ঞাপনী শুটিংয়ের ধৃতিষ্মানও হয়ে উঠেছিল অন্যতম চরিত্র। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে আবীর চট্টোপাধ্যায়, দুই তারকার সঙ্গেই কাজ করেছে। এরপর পর্দার পিছনের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে শেয়ারও করেছে ছোট্ট ধৃতিষ্মান। প্রথম দুটি ছবিতে দেখা মেলে মহারাজের। এরপর আবিরের সঙ্গেও দেখা যায় তাকে। এরপর একধিক বিটিএস। শুধু ছবিই দেয়নি, এরসঙ্গে কেমন অভিজ্ঞতা সে’কথাও শেয়ার করে। ধৃতিষ্মান লিখেছে, ‘এ বার কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। সৌরভ কাকুর সঙ্গে অনেক খেলা করেছি। অনেক সময়ও কাটিয়েছি। তিনি খুব ভালো একজন মানুষ। ধন্যবাদ কাকু’।তারপর দর্শকদের উদ্দেশ্যে লেখে, ‘সঙ্গে থাকুন।’
সৌরভ গঙ্গোপাধ্যায় এমনিতেই ব্যস্ত। সিএবি সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সেইসঙ্গে জানা গেছে,  অভিনেতা রাজকুমার রাও খুব শিগগিরই কলকাতায় আসবেন ‘মহারাজ’-এর জীবনীচিত্রের প্রস্তুতির জন্য, যেখানে সৌরভের জীবন ও যাত্রা হবে কেন্দ্রবিন্দু। পাশাপাশি, আগামী মার্চ-এপ্রিল থেকে শুরু হতে পারে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস্’-এর শুটিং— যার সঞ্চালক হিসেবে থাকছেন স্বয়ং ‘দাদা’। অন্যদিকে, পুজোর সময়ে আবীরের ‘রক্তবীজ টু’ মুক্তি পেয়েছে।


 
                       
                       
                       
                      