চিটিংবাজ বলে ট্রোল! মেসি ভক্তের নামে ৫০ কোটি টাকার মানহানির মামলা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

0

যুবভারতীতে মেসির অনুষ্ঠান ফ্লপ। শেষলগ্নে যুবভারতীতে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যাঁকে বন্ধু বলেই পরিচয় দেন আয়োজক শতদ্রু দত্ত। একসঙ্গে দু’জনকে পারিবারিক নানা অনুষ্ঠানেও সমাজ মাধ্যমে দেখা গিয়েছিল অতীতে। এ বার ঝাল মেটাতে মেসি ভক্তরা সৌরভকেই যেন টার্গেট করেন। সমাজ মাধ্যমে নানা মন্তব্য উঠে আসে সৌরভের নামে। যা মানতে পারেননি সৌরভ। আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লালবাজারের সাইবার সেলে লিখিত ভাবে অভিযোগও দায়ের করেন।

লালবাজারে দায়ের করা অভিযোগে সৌরভের দাবি, যুবভারতী স্টেডিয়ামে মেসি অনুষ্ঠানের ঘটনায় ইচ্ছাকৃতভাবে তাঁকে জড়িয়ে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা নামের এক মেসি ভক্ত। অবমাননাকর এই মন্তব্য ভাল চোখে দেখেননি সিএবির বর্তমান সভাপতি। সেকারণেই অভিযোগ জানানোর পাশাপাশি উত্তম সাহার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সৌরভ।অভিযোগে বলা হয়েছে, উত্তম সাহা ইচ্ছাকৃতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে মিথ্যা তথ্য প্রচার করেছেন এবং তাঁকে ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করেছেন, যা প্রাক্তন অধিনায়কের সামাজিক সম্মান ও ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে, যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘মেসি’ দর্শনকে কেন্দ্র করে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয়নি বৃহস্পতিবার।তা হবে সোমবার।রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন।কিন্তু তিনি বৃহস্পতিবার আদালতে না থাকায় মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *