সৌরভের বাড়িতেই হয়েছিল শুটিং! ‘গৃহপ্রবেশ’ দেখে রুদ্র-জীতুর প্রশংসা দাদার মুখে

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:  ২২ গজের ‘মহারাজ’ হলেও সিনে মহলেও তাঁর চর্চার অন্ত নেই। ছবি মুক্তির সময়তেও তারকাদের পাশে এসে দাঁড়াতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এ বারেও অন্যথা হল না। ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘গৃহপ্রবেশ’-এর ক্ষেত্রেও প্রশংসার সুর শোনা গেল সৌরভের মুখে। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন তিনি। আর আসবেন না-ই বা কেন! তাঁর এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের বাসভবনেই যে হয়েছে ছবির শুটিং।

ছবি দেখে বেরিয়েই রুদ্রনীল ঘোষ এবং জীতু কমলের সঙ্গে সারলেন কোলাকুলি। ছবির অন্যতম মুখ্যচরিত্র শুভশ্রী গঙ্গোপাধ্যায় উপস্থিত না থাকলেও তাঁর প্রশংসাতেও ভাটা পড়েনি দাদার। ‘গৃহপ্রবেশ’ দেখে সকলেরই প্রশংসায় পঞ্চমুখ তিনি। সৌরভ বলেন, “পুরো ছবিটা দেখতে পারিনি। তবে সিনেমাটোগ্রাফি অসাধারণ লেগেছে। ইন্দ্রদীপদার গান শোনার অপেক্ষাতেও ছিলাম। এ ছাড়া জীতু আছে, রুদ্র আছে। সকলেই দারুণ অভিনেতা-অভিনেত্রী। সকলের সঙ্গেই আমার আলাপ বিনোদন জগতের হাত ধরে। দারুণ লেগেছে ছবিটা।”

চলতি মাসের ১৩ তারিখ মুক্তি পেয়েছে ‘গৃহপ্রবেশ’। কিংবদন্তি ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়েই পারিবারিক জটিলতা, সমপ্রেমের গল্প এবং তাঁর সঙ্গেই ভালবাসা এবং বন্ধুত্বের নিপুণ বুনোট দিয়েছেন পরিচালক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *