ধর্ষণের অভিযোগকারীকে বিয়ে করেছিলেন জেলে, পাঁচদিন পরেই বাবা হওয়ার খবর নোবেলের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। তার ভিত্তিতেই গ্রেফতার। এর পর আদালতের নির্দেশে অভিযোগকারিণীকেই বিয়ে করেছিলেন তিনি। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের প্রধান ফটকে বিয়ে হয় তাঁদের। আপাতত তিনি জামিনে মুক্ত।
এ বার আরও এক নতুন খবর। বিয়ের খবর তো আগে জানা গিয়েছিলই। গত ১৮ জুন ওই অভিযোগকারী মহিলাকে বিয়ে করেন গায়ক। এ বার প্রকাশ্যে এল নোবেলের বাবা হওয়ার খবর! আদালতে শুনানির সময় বাবার হওয়ার সুখবর পান এই তিনি। কারাগারে বিয়ের পাঁচদিন পরেই বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।
জানা যায়, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই নির্যাতিতা তরুণীর। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে ফোনেও প্রায় সময় চলত কথা-বার্তা। এক বার গায়কের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাঁকে নিজের স্টুডিয়ো দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানার বাড়িতে নিয়ে যান। সেখানেই বিপত্তি। সেই তরুণী ফিরতে চাইলে আরও কয়েক জনের সহায়তায় তাঁকে সেই বাড়িরই একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। চলে যৌন নির্যাতন। তরুণীর ফোনও নাকি ভেঙে দিয়েছিলেন গায়ক। এমনকি সেই হেনস্থার ভিডিয়োও ক্যামেরাবন্দি করে রাখতেন তিনি।
২৪ জুন নোবেল ও ইডেন কলেজের সেই ছাত্রীর উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নোবেলের জামিন মুঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালত থেকে বের হওয়ার সময় নোবেলের পাশেই ছিলেন সেই ছাত্রী। দু’জন দু’জনের হাত ধরে ছিলেন। আদালত প্রাঙ্গনে বেশ হাসিমুখেই ধরা দেন নোবেল এবং তাঁর স্ত্রী। এমনকি, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোবেলের স্ত্রী জানিয়েছেন, নোবেলের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ ছিল না। নিজেদের ভুল বোঝাবুঝির কারণেই বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে।