মঙ্গলবারও শ্যুটিংয়ে দিতিপ্রিয়া! ধারাবাহিকে আর দেখা যাবে না জীতুকে? উঠছে প্রশ্ন
জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিককে কেন্দ্র করে বিপুল জলঘোলা হচ্ছে। সোমবার মিটিংয়ে কী হল তা জানতে উদ্গ্রীব সবাই। ইন্ডাস্ট্রির অন্দরের খবর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর দেখা যাবে না নায়ক জীতুকে। যদিও নায়ক বা প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর দর্শক মনে প্রশ্ন, তা হলে কি আর্য চরিত্রে অভিনয় করবেন নতুন নায়ক? তাও এখনও পরিষ্কার হয়নি। তবে মঙ্গলবার নিজের সময় মতো শুটিং করতে সেটে পৌঁছেছেন নায়িকা দিতিপ্রিয়া।

ঠিক কী ঘটেছিল? শোনা যায়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে সবার সামনে ঘটেছিল সব ঘটনা। শুটিং ফ্লোরে মাত্র কয়েক মিনিট দেরিতে এসেছিলেন দিতিপ্রিয়া। তাতেই মেজাজ হারান অভিনেতা। নায়িকা আসার পরেই সেট ছাড়েন নায়ক। সেখান থেকে যত সমস্যার শুরু। এখন সমাজমাধ্যম জুড়ে জীতু ভক্তদের একটাই বার্তা ‘বয়কট অপর্ণা’।

বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি নায়িকা বা নায়কের কেউই। খালি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট লিখেছিলেন জীতু। তার পর আরও বেশি দিতিপ্রিয়ার বিরুদ্ধে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, “অপর্ণাকে অবিলম্বে বয়কট করা হোক।” কেউ কেউ আবার লিখেছেন, “আর্যর বিপরীতে আমরা দিতিপ্রিয়াকে দেখতে চাই না। অন্য নায়িকাকে আনুন।” এক দিকে তাঁদের ঝামেলায় যেমন সরগরম সমাজমাধ্যম। তেমনই আবার ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনা। অপর্ণা-আর্যর বিয়ে দেখার জন্য অপেক্ষায় দর্শক। সেখানে এই গল্প আর সম্প্রচারিত হবে কিনা সেটাই এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
