ছবির প্রচার শেষে জগন্নাথের ভোগ! প্রথমবার মাহেশের রথযাত্রার অভিজ্ঞতা কেমন শ্রাবন্তীর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রথের রশিতে টান মানেই শারদীয়ার সূচনা। আর পুজোতেই মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’। তাই ছবির প্রচারের জন্য রথ যাত্রার থেকে শুভ দিন আর কী হতে পারে! বৃহস্পতিবার নৈহাটির বড়মার আশীর্বাদ নিয়েই রথযাত্রার দিন সোজা মাহেশে জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।

এই প্রথম মাহেশের রথদেখা শ্রাবন্তীর। তিনি এলেন, ছবির প্রচার করলেন। তার পর চেটেপুটে উপভোগ করলেন মহাভোগও। অভিনেত্রী বলেন, “মাহেশে এসে ছবির প্রচার করতে পারছি আজকের দিনে। এর থেকে সৌভাগ্যের আর কী আছে! ছোটবেলা থেকে মাহেশের রথের অনেক গল্প শুনেছি বাবা-মায়ের মুখে। এই প্রথমবার নিজের চোখে দেখলাম। কথায় আছে সঠিক সময়ে সঠিক কাজটা হয়। খুব ভাল লাগছে। এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি।

একই সুর বিবৃতির কণ্ঠেও। তিনি বলেন, “দেবী চৌধুরানীর মতো একটা ছবির অংশ হতে পারাই একটা বিরাট বড় পাওয়া। সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী। মাহেশের রথের অনেক নাম শুনেছি। আমারও এই অভিজ্ঞতা প্রথম। ঠাকুরের মূর্তি নিজের হাতে ছুঁয়েছি। প্রণাম করতে পেরেছি। এর থেকে বড় পাওয়া কিছু হয় না।”

মাহেশের ভোগ কেমন লাগল শ্রাবন্তীর? তিনি বলেন, ‘ভোগে ভগবানেরও দৃষ্টি থাকে। মাহেশের ভোগ অমৃত।” একই তৃপ্তির সুর বিবৃতিরও। তিনি বলেন, “ভোগের বিষয় নাকি বলতে নেই যে এটা সুস্বাদু। তাও আমি বলে ফেলছি। তৃপ্তি হল। আমি খুব খুশি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *