প্রথম বার পুরী ভ্রমণ কৃষভির, কাঞ্চন-শ্রীময়ী বেড়ানোর ছবি রীতিমতো ভাইরাল
সুযোগ পেলেই মেয়ে কৃষভিকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। মেয়েই এখন তাঁদের জগৎ। সদ্য এক বছর পূর্ণ করেছে তাঁদের মেয়ে। জন্মের পর থেকে খুব যে বেশি দূরে ঘুরতে গিয়েছেন তাঁরা তেমনটা নয়। এ বার মেয়েকে নিয়ে পুরী ঘুরতে গেলেন কাঞ্চন-শ্রীময়ী। সঙ্গে গিয়েছেন অভিনেত্রীর মা-ও। ঘোরার একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

কখনও মা-বাবার সঙ্গে জলকেলিতে ব্যস্ত ছোট্ট কৃষভি। কখনও আবার দিদার আদর খাচ্ছে সে।

সদ্য, তার একবছরের জন্মদিন ধুমধাম করে পালন করা হয়েছে। স্নানযাত্রার সময়ে যেমন মেয়েকে নিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তাঁরা।

সে বার শ্রীময়ী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মেয়েকে নিয়ে প্রথম বার কলকাতার বাইরে বেরোলাম। একটু ভয়েই ছিলাম। ভিড় হলে মেয়েকে সামালানো কঠিন হবে। তবে এখানে এত সুন্দর নিয়ম, লোকজন থাকলেও, কোনও ঠেলাঠেলি নেই। মেয়েকে নিয়ে কোনও অসুবিধাই হল না। খুব ভাল দর্শন করেছি।” এই মুহূর্তে কাঞ্চন একের পর এক কাজ করলেও শ্রীময়ী কিছু দিনের বিরতি নিয়েছেন। মেয়ে একটু বড় হলে পুরোদমে কাজে ফিরবেন। আপাতত ব্র্যান্ড শুট নিয়ে ব্যস্ত তিনি।

