নেতিবাচক মন্তব্যের ভিড় শ্রীময়ীর ছবিতে, বিরক্ত অভিনেত্রী কী করলেন?

0

রেগে আগুন শ্রীময়ী চট্টরাজ। কিছুদিন আগেই ধুমধাম করে মেয়ে কৃষভির জন্মদিন পালন করেছেন শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক৷ তার পর এমন কী ঘটল যে প্রকাশ্যে বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী? যে কোনও বিষয়েই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন শ্রীময়ী। এত দিন তাঁকে নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে সবকিছুর সোজাসুজি জবাব দিয়েছেন।  এ বার কী ঘটল?

সমাজমাধ্যমে নানা ধরনের পোস্ট করতেই থাকেন অভিনেত্রী। কখনও মেয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। কখনও স্বামী কাঞ্চনের সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমে৷ তাতেই ঘটেছে যত ঝামেলা৷ শ্রীময়ীর অনেক ছবিতেই উড়ে আসে নানা মন্তব্য৷  কেউ কেউ যেমন প্রশংসায় ভরায় অভিনেত্রীকে৷ তেমনই আবার নেতিবাচক মন্তব্যের ভিড়ও দেখা যায় তাঁদের ছবিতে৷ এত দিন মুখ বন্ধ রাখলেও আর নিজেকে আটকে রাখতে পারলেন না শ্রীময়ী৷

মেয়ের জন্মদিনের ছবিতে নেতিবাচক মন্তব্য পড়ে নিজের মাথা ঠিক রাখতে পারলেন না শ্রীময়ী। লাইভ ভিডিয়ো করে দিলেন কড়া হুঁশিয়ারি।  কিছু দিন আগেও এমনই এক ঘটনা ঘটেছিল৷ কাঞ্চনের মা তুলে মন্তব্য করেছিলেন এক দর্শক। যা চোখ এড়ায়নি তাঁদের৷ সে বারে রীতিমতো থানা, পুলিশ করেছিলেন তাঁরা৷ এ বারেও কড়া পদক্ষেপ করার হুমকি দিয়েছেন শ্রীময়ী৷ নাম সম্বোধন করে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন৷ যদিও পরে ভিডিয়োটি মুছে দেন শ্রীময়ী। কাঞ্চনকে বিয়ের পর থেকে নানা ধরনের বিতর্কে জর্জরিত অভিনেত্রী৷ যদিও বার বার একটাই কথা শ্রীময়ীর, তিনি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নন৷ স্বামী আর মেয়েকে নিয়ে গুছিয়ে সংসার করতে চান৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *