প্রথমবার ইংরেজি সিনেমার পরিচালনায় সৃজিত, তৈরি হবে শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ছবি
স্বপ্নের জাল অনেকেই বোনেন। কিন্তু গল্পের জাল? ‘জাতিশ্বর’, ‘চতুষ্কোণ’, ‘রাজকাহিনী’ এবং ‘গুমনামি’র মতো সিনেমা করে টলিউডে নিজের দক্ষতা দেখিয়ে জনপ্রিয় সৃজিত মুখোপাধ্যায়। যিনি বলিউডেও যথেষ্ট পরিচিত। কিন্তু বাঙালি এই পরিচালক এ বার পা রাখতে চলেছেন পশ্চিমি বিনোদন জগতের দুনিয়ায়। সৌজন্যে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। গোয়েন্দাগুরু শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যর আর্থার কোনান ডয়েল-এর জীবনকে ভিত্তি করে তৈরি হবে এই ছবি।
ব্রিটিশ-ভারতীয় যৌথ প্রযোজনায় থাকছে সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের লন্ডন ভিত্তিক ইনভিজিবল থ্রেড। ফলে, শুধু পরিচালক নন, সিনেমার সহ প্রযোজকের ভূমিকাও পালন করতে চলেছেন তিনি। জানা গেছে, ইংরেজিতেই পরিচালিত হবে এই ছবি। ঘোষণা না হলেও জানা গেছে, ২০২৭ সালে শুরু হতে পারে এই ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনার শুটিং।

লন্ডন সিটির দ্য গিল্ডহলে নতুন এই ব্রিটিশ–ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ছবির ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স-এর সদস্য মণিকা চাড্ডা, বিএফআই-এর আন্তর্জাতিক প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, বিএফআই আর্কাইভ প্রধান আরিকে ওকে, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন, এবং বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ান। বক্তাদের মধ্যে ছিলেন প্রযোজক শাহনাব আলম, ছবির লেখক ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েল। অনুষ্ঠানের সময় কোনান ডয়েলের জীবনের বিভিন্ন দিক দেখানোর জন্য একটি প্রদর্শনীও রাখা হয়েছিল। যেখানে তাঁর সাহিত্য, আইন ও সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়।
প্রসঙ্গত, বছর খানেক আগেই শার্লক হোমসকে নিয়ে সৃজিত প্রথম কাজ করেছিলেন। শার্লক হোমসকে নিয়ে তাঁর প্রথম কাজ শেখর হোমস আগেই মুক্তি পেয়েছিল জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে। এই হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন কে কে মেনন এবং রণবীর শোরে। যদিও পরে সৃজিত সরে আসায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি। জানা গিয়েছে, এ বার ছবির গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা রহস্য দিয়ে। বাকি রহস্য তিনি পর্দার জন্য তুলে রেখেছেন।

