দীর্ঘদিন পর পর্দায় শ্রীপর্ণা, কতটা আশাবাদী? আডিশনকে জানাল ‘আঁচল’-এর টুসু!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে। এক সময় দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিল স্টার জলসার ‘আঁচল’ ধারাবাহিকের ‘টুসু’। তার পরেও সফলভাবে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এ বার আবারও নতুন চরিত্রের জন্য প্রস্তুত। দীর্ঘ সময় পরে স্টার জলসার নতুন ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।

ধারাবাহিকে কোন নতুন কোন চরিত্রে ধরা দেবেন তিনি? আডিশনের তরফে যোগাযোগ করতেই খবরে সিলমোহর দেন শ্রীপর্ণা। যদিও ধারাবাহিকে নিজের অবস্থান খুব একটা স্পষ্ট করতে না চাইলেও তিনি বলেন, “আমি হিরোর বোনের চরিত্রে অভিনয় করছি। বাকি তো এখন কিছু জানি না। খালি বলব এটা খুবই মিষ্টি একটা চরিত্র। এরপর দেখা যাক গল্প কোন দিকে এগোয়।”

নতুন ধারাবাহিক নিয়ে কতটা আশাবাদী তিনি? শ্রীপর্ণা বলেন, “এতদিন ধরে অনুরাগীদের থেকে এত ভালবাসা পেয়েছি। এ বারেও তাঁদের থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আমার পাশে থাকা চাই। যাতে আমি আরও ভাল ভাল কাজ করতে পারি। অনেকদিন পর কাজে ফিরছি। এই কাজটাও মন-প্রাণ দিয়ে ফিরব।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *