‘অর্ধাঙ্গিনী ২’ আসছে? কৌশিক গঙ্গোপাধ্যায়ের রবিবাসরীয় পোস্ট দেখে সমাজমাধ্যমে তুঙ্গে জল্পনা

দিন দুয়েকও হয়নি দীর্ঘ ১০ বছর পর, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ মুক্তির খবর সামনে এসেছে। এর মধ্যেই রবিবার সকালে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে একটা ছবি সব কিছু লেখা পোস্ট করতেই শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। যা দেখেই সিনেপ্রেমীরা আশায় বুক বেঁধেছেন ‘অর্ধাঙ্গিনী’র সিকোয়েল বা ‘অর্ধাঙ্গিনী ২’ নিয়ে।
কী আছে সেই পোস্টে? আপাত দৃষ্টিতে একটি ছবি, যেখানে দুটি ঘড়ি, শাঁখা-পলা, বালা, আংটি, গলার চেন রাখা। যা পুরোপুরি ভাবে বৈবাহিক সম্পর্ককেই ইঙ্গিত করে। তবে ক্যাপশনে পরিচালক লেখেন, ‘দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিলো… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!’ ব্যাস, এর পরেই কমেন্ট বক্স ভরে গেছে ‘অর্ধাঙ্গিনী ২ ‘- এর জল্পনায়। কেউ কেউ আবার গল্পে কী চান , সেই আব্দারও পরিচালকের কাছে করে ফেলেছেন।

আসলে ইমন চক্রবর্তী, অনুপম রায়ের কন্ঠে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ‘আলাদা আলাদা সব’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়। ছবির শেষেও অর্ধাঙ্গিনী ২ যে হতে পারে, সেই পথ খোলা রেখেছিলেন পরিচালক। পরবর্তী কালে বিভিন্ন সাক্ষাৎকারে সেই সম্ভাবনার কথা স্বীকারও করে নিয়েছিলেন পরিচালক সহ ছবির অভিনেতারাও। ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায় একে অপরকে জোরাল টক্কর দিয়েছিলেন। যা ছবিকেই সমৃদ্ধ করেছিল। কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, দামিনী বেণী বসুদের নজরকাড়া অভিনয়ও প্রশংসা কুড়িয়েছিল।
https://www.facebook.com/share/p/19cXgwCZXS/
চিত্র সমালোচকদের ভালবাসার পাশাপাশি বক্স অফিসেও লক্ষী লাভ করেছিলেন কৌশিক। ‘অর্ধাঙ্গিনী ২’ হলে কি মেঘনা-সুমনার নতুন জার্নি দেখান হবে ? না ফিরে যাওয়া হবে সুমন-এর অতীতে? ইতিমধ্যেই নানা জল্পনা ভেসে বেড়াতে শুরু করেছে সিনেপ্রেমীদের মধ্যে । এ সবের মাঝে কিন্তু চুপ করেই আছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু কৌশিকপ্রেমীদের কি আর অপেক্ষা সয়!