অন্ধকার সুড়ঙ্গে হারিয়ে যাচ্ছে আইএসএল! নীরবতা ভেঙে এ বার একযোগে আর্জি সুনীলদের
কবে হবে আইএসএল? কারা নেবে দায়িত্ব? ক্রমশ যেন অন্ধকারে ডুবছে ভারতীয় ক্লাব ফুটবল। কী হবে ফুটবলারদের ভবিষ্যৎ? কী খেলবেন তাহলে তাঁরা? কবেই বা খেলবেন? প্রশাসনিক জটিলতা, টেন্ডার বিভ্রাট, স্পনসরদের অনীহা সব নিয়ে জেরবার। যেখানে মাঠের লড়াই নয়, অস্বিত্বরক্ষার লড়াইটাই যেন প্রকট হয়ে দেখা দিচ্ছে স্বপ্ন দেখা ভারতীয় পেশাদার ফুটবলারদের, এমনকি ভারতে খেলতে আসা বিদেশি ফুটবলারদেরও।অনেকদিন নিশ্চুপ থেকে সময় নষ্ট করার পর একসঙ্গে একযোগে আওয়াজ তুললেন ফুটবলাররা। ‘এখনই আইএসএল চাই’। এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী এই আবেদনই করেছেন। যে সুরে সুর মিলিয়ে শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্ঘন, আনোয়ার আলি, প্রীতম কোটাল, নিখিল প্রভু, আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলারের সমাজ মাধ্যমে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি। যে বিবৃতিতে একটাই সারবত্তা, ‘আমরা পেশাদার ফুটবলাররা যারা আইএসএল খেলেছে, তারা সম্মিলিত ভাবে আবেদন করছি এবং বার্তা পৌঁছে দিচ্ছি যে ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শুরু করার জন্য আমরা ঐক্যবদ্ধ। খুব সহজভাবে বলছি, আমরা এখনই খেলতে চাই।’
অনেকদিন নিশ্চুপ থেকে সময় নষ্ট করার পর একসঙ্গে একযোগে আওয়াজ তুললেন ফুটবলাররা। ‘এখনই আইএসএল চাই’। এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী এই আবেদনই করেছেন। যে সুরে সুর মিলিয়ে শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্ঘন, আনোয়ার আলি, প্রীতম কোটাল, নিখিল প্রভু, আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলারের সমাজ মাধ্যমে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি। যে বিবৃতিতে একটাই সারবত্তা, ‘আমরা পেশাদার ফুটবলাররা যারা আইএসএল খেলেছে, তারা সম্মিলিত ভাবে আবেদন করছি এবং বার্তা পৌঁছে দিচ্ছি যে ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শুরু করার জন্য আমরা ঐক্যবদ্ধ। খুব সহজভাবে বলছি, আমরা এখনই খেলতে চাই।’
ভারতের শীর্ষ লিগ আইএসএল সাধারণত সেপ্টেম্বরেই শুরু হয়। কিন্তু নভেম্বরের মাঝামাঝি এসে এখনও খেলার কোনও সম্ভাবনাই তৈরি হয়নি।আগামী মাসে এফএসডিএল-এর সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন চুক্তি হয়নি। বাকি কোনও সংস্থা আগ্রহও দেখায়নি। যে কারণে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্লাব দল তৈরিই করেনি। ডুরান্ড, সুপার কাপ শেষে বাকি দলের বিদেশিরাও বাড়ি ফিরে যাচ্ছেন। মোহনবাগান, চেন্নাইয়িন এফসি, ওড়িশা এফসি-র পথে হেঁটে এবার অনুশীলন-সহ ফ্র্যাঞ্চাইজির যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিয়েছে এ বার কেরালা ব্লাস্টার্সও।

ফুটবলারদের বাড়ি চলে যেতে বলেছে এই ফ্র্যাঞ্চাইজি। ফলে ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সুনীলরা আরও লিখেছেন, ‘আমাদের রাগ, হতাশা এখন বদলে গিয়েছে মরিয়া প্রচেষ্টায়। যে খেলাকে আমরা এত ভালবাসি তা খেলতে আমরা মরিয়া হয়ে উঠেছি। আমাদের দর্শক, পরিবার, সমর্থকরাই সব। যাঁরা আমাদের দেশের ফুটবল চালান এই আর্জি তাঁদের উদ্দেশে। যে ভাবেই হোক আবার আইএসএল শুরু করুন। ভারতে আবার প্রতিযোগিতামূলক ফুটবল হোক।’
অনিশ্চয়তাকে অন্ধকার সুড়ঙ্গের সঙ্গে তুলনা করে ফুটবলাররা বিবৃতিতে লিখেছেন, ‘যত দিন আমরা পেশাদার থাকব, আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা দেখাব, তত দিন আমরা এগিয়ে যাব। দেশের ফুটবল যাঁরা চালাচ্ছেন তাঁরাও সৎ প্রচেষ্টা দেখাক। দীর্ঘ দিন ধরে আমরা একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাঁটছি। আশা করছি এ বার আলো দেখতে পাব।’
সত্যিই আলো দেখবে তো? ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রশ্ন যেন এটাই।

সত্যিই আলো দেখবে তো? ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রশ্ন যেন এটাই।
