সেভ ইন্ডিয়ান ফুটবল! বছর শুরুতেই শেষ চেষ্টা করতে ফিফার হস্তক্ষেপ প্রার্থনা সুনীল-গুরপ্রীতদের
বছর শেষের পর নতুন বছর। গোটা দেশ আনন্দে ভেসেছে। একের পর এক শুভেচ্ছা বার্তা। আর ঠিক সেই সন্ধিক্ষণেই যেন কাঁদল ভারতীয় ফুটবল। আশা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। অন্ধকার থেকে আলোয় ফেরার যেন কোনও আশাই দেখতে পাচ্ছেন না সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু সহ আইএসএলের ক্লাবদলগুলোর ফুটবলাররা। অনিশ্চয়তা ঘিরে ধরছে। তাই নতুন বছরে শুভেচ্ছা বার্তা নয়, কাতর স্বরে আর্জিই জানালেন সুনীল ছেত্রীরা। শেষমেষ ফিফার হস্তক্ষেপ চাইলেন ভারতীয় ফুটবলাররা। ফিফার কাছে আবেদন একটাই, ‘দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান’।
গুরপ্রীত সিং সান্ধু একটি ভিডিয়ো পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। সেখানেই দেখা গেছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিংদের মতো চেনা মুখদের। জানুয়ারির শুরুতে সব ফুটবলারদের একটাই স্বর। তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন, ‘এটাই আমাদের শেষ চেষ্টা।আমরা ফিফাকে বলছি, দয়া করে বিষয়টাতে হস্তক্ষেপ করুন। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা করার দরকার করুন। আশা করি আমাদের আবেদন ঠিক জায়গায় যাবে।এই আবেদন কোনো রাজনৈতিক নয়, আমাদের সঙ্গে কারোর বিরোধও নেই।কিন্তু আমরা অপারগ। সত্যিটা হল আমরা মানবিক, অর্থনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে সংকটের মুখোমুখি। আমাদের যত তাড়াতাড়ি এই অবস্থা থেকে উদ্ধার করুন। জানতে চাই ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে। আমরা শুধু ফুটবল খেলতে চাই। প্লিজ সাহায্য করুন।’
আইএসএল আদৌ হবে কিনা তা এখনও অন্ধকারে। ফেডারেশন ১৩টি আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়ে প্রস্তাব দিয়েছিল। প্রত্যুত্তরে লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানানোর বদলে একগুচ্ছ শর্ত চাপিয়ে দিয়েছে ক্লাবজোট। ক্লাবজোটের মূল দাবি মূলত আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে।ক্লাবগুলির অভিযোগ, সংক্ষিপ্ত মরশুমে আয়ের কোনও স্থায়ী মডেল নেই। জটিলতা বেড়েছে অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিয়েও। অথচ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী। আগামী সোমবার সুপ্রিম কোর্ট খোলার পর সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশের সর্বোচ্চ লিগ আয়োজন নিয়ে প্রচেষ্টা সংক্রান্ত পরিস্থিতি পেশ করবেন। কী হয় তাই এখন দেখার।
