ভারতের ৫ সেঞ্চুরি বিফলে গেল ৭ ক্যাচ মিসে, কী বললেন সুনীল গাভাসকর

0

স্পোর্টস ডেস্ক: হার হতেই পারে।তবে হারের চেয়েও গুরুত্বপূর্ণ হল শুভমন গিলের দল পাঁচটা সেঞ্চুরি করেও হার বাঁচাতে পারেনি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন লজ্জার নজির আর দ্বিতীয়টি নেই! শুধুই কী বোলারদের ব্যর্থতা! ইংল্যান্ডের কাছে লিডসে হারের পর প্রকট হয়ে উঠেছে ভারতের জঘন্য ফিল্ডিং। পুরো ম্যাচে সাতটা ক্যাচ পড়েছে। তারমধ্যে একাই যশস্বী জয়সওয়াল চারটি ক্যাচ ছেড়েছেন। তার মধ্যে প্রথম ইনিংসে দুটো ক্যাচ ছেড়েছেনর পন্থ। একটা জাদেজা।

যশস্বীর চারটে ক্যাচের জন্য ১৬৬ রান খেসারত দিতে হয়েছে ভারতকে। আর কোনও ভারতীয় ক্রিকেটার এক টেস্টে চারটে ক্যাচ ফেলেননি। ফলে সেটাও একটা লজ্জার রেকর্ড। এত খারাপ ফিল্ডিং শেষ কবে করতে দেখা গিয়েছিল মনে পড়াই মুশকিল। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রতিবার সেরা ফিল্ডারকে ড্রেসিংরুমে পুরস্কৃত করেন, এবার নিশ্চয়ই তিরস্কারই করবেন। কী হয়েছে ড্রেসিংরুমে তা অবশ্য জানা যায়নি। তবে ছেলেখেলার মতো ক্যাচ মিসে বেজায় চটেছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেন, ফিল্ডিং হতাশাজনক। শুধু ক্যাচ নয়, আউট ফিল্ডিংও টেস্ট মানের ছিল না।’

তিনি পাশাপাশি উপদেশও দেন। বলেন, ‘পরবর্তী কয়েক দিন বিশ্রাম নাও, কিন্তু তারপর পুরো মনোযোগ দিয়ে অনুশীলন কর। ওসব ‘অপশনাল অনুশীলন’ বাদ দাও। তোমরা ভারতকে প্রতিনিধিত্ব করতে এসেছ, এমনভাবে প্র্যাক্টিস কর, যেন নিজের সেরাটা দিতে পার।’ ক্যাচ মিসের খেসারতের কথা স্বীকার করে নেন শুভমন গিলও। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ক্যাচ মিস নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। কিন্তু যখন আপনি মাঠে থাকেন, তখন সবকিছু খুব দ্রুত ঘটে যায়। আমি মনে করি, এটা এমন একটি দিক, যেটা আমাদের আগামী ম্যাচগুলোতে ঠিক করতে হবে। এমন উইকেটে সুযোগ সহজে আসে না, আর আমরা বেশ কিছু ক্যাচ ফেলেছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *