মৌমাছির কামড়েই মৃত্যু! নিজের শেষ সময়ের কথা কি আগেই আঁচ করেছিলেন করিশ্মার প্রাক্তন সঞ্জয়?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একাধিক প্রেম, বিয়ে, বিলাসবহুল জীবনযাপন, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের জীবন যেন সিনেমার চিত্রনাট্য। তবে মাত্র ৫৩ বছর বয়সেই মারা গেলেন তিনি। জানা যায়, পোলো ম্যাচ খেলতে গিয়েই এই বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন সঞ্জয়। কিন্তু এর নেপথ্যেও রয়েছে বড় কাহিনি।

এই দিন বেলায় লন্ডনের এক ক্লাবে পোলো খেলতে যান শিল্পপতি। দিব্যি খেলছিলেন। হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। চেষ্টা করে সেটা বার করতে না পারায় ঘাবড়ে যান। এমনই বিচলিত হয়ে যান যে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। এর ঠিক ৭ ঘণ্টা আগেই অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন মৃতদের পরিবারদের। তার পরেই এমন ঘটনা।

এখানেই উঠে আসছে আরও এক রহস্য। এই মুহূর্তে শিরনামে উঠে এসেছে তাঁর সর্বশেষ পোস্ট। যা রাতারাতি চর্চায়। কী এমন লিখেছিলেন সঞ্জয় সেই পোস্টে?

মারা যাওয়ার ঠিক তিন দিন আগে সঞ্জয় একটি জীবনদর্শনমূলক পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে লেখা, “এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের উপর ছেড়ে দিন বরং। আর নিজেকে প্রশ্ন করুন, ‘এটাই বা কেন নয়?” মাত্র তিন দিন আগে এমন পোস্ট দেখে নেটিজেনরাও একপ্রকার স্তম্ভিত। প্রশ্ন উঠছে, ‘তা হলে কি আগেই বুঝতে পেরেছিলেন নিজের মৃত্যুর কথা?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *